দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যোগ্য প্রার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুলে গেছে। সংস্থার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই বহু চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছেন।
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে এজেন্ট পদে নিয়োগ
এজেন্ট পদে নিয়োগের জন্য দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড মাইনিং বিভাগে চুক্তিভিত্তিক একটি শূন্যপদ ঘোষণা করেছে। প্রথমে চাকরির মেয়াদ এক বছর হলেও, কাজের ভিত্তিতে পরে মেয়াদ বাড়তে পারে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৭৭ হাজার টাকা বেতন পাবেন। আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠানের মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ B.Tech বা B.E ডিগ্রি থাকা বাধ্যতামূলক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ওয়েবসাইটে (dpl.net.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৯ নভেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ২১ দিনের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এর ওয়েবসাইট থেকেই।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
