Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ধর্মেন্দ্র এর জীবনী –...

ধর্মেন্দ্র সিং দেওল (Dharmendra) হিন্দি চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম, যিনি তাঁর বলিষ্ঠ...

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...
Homeব্যবসা বাণিজ্যশিল্পমাত্র ১০ হাজার বিনিয়োগে লাখ টাকা আয়! কম পরিশ্রমে লাভজনক ব্যবসার আইডিয়া

মাত্র ১০ হাজার বিনিয়োগে লাখ টাকা আয়! কম পরিশ্রমে লাভজনক ব্যবসার আইডিয়া

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

মাত্র ১০ হাজার বিনিয়োগে লাখ টাকা আয়!বর্তমান চাকরির বাজারে একটা ভালো কাজ পাওয়া সত্যিই কঠিন হয়ে গেছে। আর পেলেও, অনেক সময় পারিশ্রমিক ততটা ভালো হয় না। তাই অনেকেই নিজের একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন। কিন্তু সমস্যাটা হয় তখনই, যখন সিদ্ধান্ত নিতে হয়—কোন ব্যবসা সবচেয়ে ভালো হবে? কোনটায় কম পুঁজিতে বেশি লাভ হবে? তাই চিন্তা না করে, আজকের প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ ব্যবসার আইডিয়া (Unique Business Idea), যেটা থেকে প্রতি মাসে সহজেই ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা আয় করা সম্ভব! কীভাবে শুরু করবেন, কী লাগবে—সব কিছু বিস্তারিত জানুন এখানেই!

মুঞ্জ ঘাসের প্রোডাক্ট তৈরির ব্যবসা

আমাদের আশেপাশে বা বাড়ির কোনে ছোটখাটো ঝুড়ি, ডেকরেশনের জিনিস বা হালকা হাতের কাজের দ্রব্য অনেক সময় দেখা যায়। আসলে এই জিনিসগুলো তৈরি হয় এক বিশেষ ধরনের ঘাস দিয়ে, যার নাম মুঞ্জ ঘাস। এই ঘাস মূলত নদীর ধারে জন্মায় এবং যখন এটি পরিপূর্ণভাবে বড় হয়, তখন সঠিক সময়ে কেটে নেওয়া হয়। এরপর সূর্যের আলোয় ভালোভাবে শুকিয়ে ফেলা হয়, যাতে সেটি মজবুত ও টেকসই হয়। এরপর দক্ষ হাতে তৈরি হয় দারুণ সব ঘর সাজানোর সামগ্রী, ঝুড়ি বা ছোট ছোট বাক্স, যা দেখতে যেমন সুন্দর তেমনই কাজে লাগে।

আপনার যদি গ্রামের পরিবেশে থাকার সুবিধা থাকে এবং মুঞ্জ ঘাস দিয়ে ঝুড়ি, ঘর সাজানোর সামগ্রী বা ছোট বাক্স তৈরির দক্ষতা থাকে, তাহলে এই ব্যবসা শুরু করা আরও সহজ হবে। প্রথমে আপনাকে স্থানীয়ভাবে মুঞ্জ ঘাস সংগ্রহ করতে হবে—যদি নিজের আশপাশে না পান, তবে স্থানীয় বাজার থেকে কিনতে পারেন। এরপর ঘাসগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে তা টেকসই হয় এবং ভালো মানের পণ্য তৈরি করা যায়।

এখন কথা আসে বিক্রির প্রসঙ্গে। আপনি হস্তশিল্প মেলা, স্থানীয় বাজার, কিংবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলো বিক্রি করতে পারেন। হাতে তৈরি পণ্যের কদর এখন বেশ ভালো, তাই সঠিকভাবে প্রচার করতে পারলে লাভজনক হতে পারে। আপনি চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমেও আপনার কাজের ছবি ও বিবরণ দিয়ে বিক্রির সুযোগ বাড়াতে পারেন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

আপনি যদি এই ধরনের কাজ আগে না জেনে থাকেন, তাতেও চিন্তার কিছু নেই! এই ব্যবসা শুরু করা একদমই সম্ভব। ভাবছেন কীভাবে? এর জন্য আপনাকে শিল্প গ্রামগুলিতে ঘুরে দেখতে হবে অথবা বিভিন্ন হস্তশিল্প মেলায় অংশ নেওয়া শিল্পীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। এই কারিগরদের কাছ থেকে যদি আপনি বেশি পরিমাণে পণ্য কিনতে পারেন, তাহলে কম দামে তা সংগ্রহ করা সম্ভব হবে। এরপর সেই পণ্য আপনি নিজের দোকানে, স্থানীয় মেলায়, কিংবা অনলাইনে বিক্রি করতে পারেন। এতে সহজেই ভালো মুনাফা অর্জন করা সম্ভব।

বিশেষ করে আপনি যদি একজন মহিলা হন ও স্বনির্ভর হতে চান তাহলে এই ব্যবসাটি একটি ভালো উপায় হতে পারে। বহু গ্রামে সরকারের তরফ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই ধরণের কুটিরশিল্প বা হ্যান্ডিক্রাফটের কাজ শেখানোর প্রশিক্ষণও দেওয়া হয়। সেখান থেকেও এই কাজ শিখে নিজের ব্যবসা চালু করতেই পারেন।

অর্থাৎ গড়ে একটি আইটেমের থেকেই ৫০০ – ৭০০ টাকা আয় করা সম্ভব। এমনকি যদি আপনি শিল্পীদের থেকে কিনে এনেও রিসেল করেন তাহলেও ৩০০ – ৪০০ টাকা আয় করা সম্ভব। সেই হিসাবে দেখলে মাসে নূন্যতম ৫০টি জিনিস বিক্রি করলেই ২০০০০ টাকা আয় করা সম্ভব। সুতরাং যদি কাজের আশায় না বসে থেকে ব্যবসা শুরু করতে চান এটা সেরা অপশন হতে পারে।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -