LIC-র নতুন স্কিম: মাত্র 1 হাজার টাকা করে জমিয়ে মেয়েকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দিতে পারবেন। কন্যা সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে, বাড়তি চাপ তো থাকবেই। এবার সেই চিন্তা লঘু করতে নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে ভারতের সরকারি বিমা সংস্থা LIC। যেখানে প্রতি মাসে মাত্র হাজার টাকা করে জমিয়ে মোটা টাকার রিটার্ন সহ বাড়তি সুবিধা পাবেন। দেখে নিন বিস্তারিত।
সব খবর
ভারতের লাইফ ইন্সুরেন্স কোম্পানিগুলো সময়ের সাথে সাথে নতুন নতুন বিমা পলিসি ও স্কিম নিয়ে এসে গ্রাহকদের চমকে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি! ভারতের সরকারি বিমা সংস্থা LIC নিয়ে এসেছে “কন্যাদান পলিসি”-র নতুন স্কিম, যা মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অসাধারণ একটি সুযোগ দিচ্ছে। প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা জমিয়ে মেয়াদ শেষে পাবেন বড় অঙ্কের রিটার্ন!
কত টাকা পাওয়া যাবে?
ভারতের সরকারি বিমা সংস্থা LIC তাদের কন্যাদান পলিসিতে এক নতুন স্কিম এনেছে, যা বহু বাবা-মায়ের জন্য স্বস্তির খবর হতে পারে। এই স্কিম অনুসারে, যদি কেউ প্রতি মাসে মাত্র 1000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে এক বছরে মূলধন দাঁড়াবে 12,000 টাকা। কিন্তু আসল চমক রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়—LIC-এর নিয়ম অনুযায়ী, 25 বছর পর মেয়াদ শেষ হলে সুদসহ মোট পরিমাণ হবে 15 লক্ষ টাকা!
সব খবর
আবেদনের পদ্ধতি
LIC-র এই আকর্ষণীয় কন্যাদান পলিসিতে বিনিয়োগ করতে চাইলে আপনার জন্য রয়েছে সহজ দুটি উপায়। যদি আপনি অনলাইনে সুবিধাজনকভাবে এই স্কিমে যোগ দিতে চান, তাহলে সরাসরি LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করতে পারেন। আর যদি অফলাইনে করতে চান, তাহলে নিকটবর্তী LIC অফিসে গিয়ে বা বিশ্বস্ত এজেন্টের সাহায্যে সহজেই এই পলিসি নিতে পারবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |