JKNEWS24: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে কি না, তা নিয়ে চিন্তা ও উৎকণ্ঠায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমন সময়, তাদের জন্য আরো এক বিপর্যয়ের খবর এসে পৌঁছেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) তাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ (PSL)-এ খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আইপিএলের অনুকরণে পাকিস্তানে আয়োজন করা T20 লিগ, যেখানে ইংল্যান্ডের ক্রিকেটাররা অংশগ্রহণ করতেন। ECB’র এই নিষেধাজ্ঞার ফলে, পাকিস্তানে আর কোনো ইংল্যান্ড ক্রিকেটার PSL-এ খেলতে পারবেন না।
পাকিস্তান সুপার লিগ (PSL)-এ ইংল্যান্ডের ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ করার পেছনে আসল কারণটি হলো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ। PSL-এর সময় ইংল্যান্ডে চলে ঘরোয়া লিগ, আর অনেক ইংলিশ ক্রিকেটাররা সেই সময় পাকিস্তানে গিয়ে T20 লিগে অংশ নেন। এর ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের ক্ষতি হচ্ছে, কারণ দেশের ক্রিকেটাররা তখন দেশের লিগে খেলা থেকে বিরত থাকেন।
এমন পরিস্থিতিতে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) তাদের ঘরোয়া ক্রিকেটের সুরক্ষা এবং মান বজায় রাখতে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই পদক্ষেপের ফলে, পাকিস্তান সুপার লিগের জৌলুস এবং জনপ্রিয়তায় বেশি প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।
আইপিএলে খেলতে পারবেন ইংল্যান্ডের প্লেয়াররা
ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সম্পর্ক যে খুব একটা ভালো নয়, তা সবারই জানা। তবে, ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তেমন খারাপ নয়। সুতরাং, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)-এর পাকিস্তান সুপার লিগে ইংলিশ প্লেয়ারদের খেলা বন্ধ করার সিদ্ধান্ত কিছুটা চমক সৃষ্টি করেছে। এর ফলে, দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের মধ্যে কিছুটা ফাটল ধরার আশঙ্কা রয়েছে।
তবে, শুধু পাকিস্তান নয়, ইংল্যান্ডের ঘরোয়া লিগের সময় কোনো বিদেশি প্লেয়ারকেই অন্য দেশের লিগে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় না। একমাত্র আইপিএল এর জন্য এই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, কারণ এটি বিশ্বের অন্যতম বড় এবং প্রভাবশালী টি২০ লিগ।
পাকিস্তান এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশে আয়োজন করার জন্য তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে, তবে নানা সমস্যা যেন তাকে থামাতে চায়। সবচেয়ে বড় সমস্যা হলো ভারতের অংশগ্রহণ—ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, তারা পাকিস্তানে খেলতে যাবে না। আর ভারতের না যাওয়ার কারণে, ICC পাকিস্তানকে হাইব্রিড মডেলে ট্রফি আয়োজন করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এতে একেবারেই রাজি হয়নি।
এদিকে, ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারত ছাড়া কোনো আন্তর্জাতিক ট্রফির আয়োজন সম্ভব নয়, যা পাকিস্তানের জন্য বড় আঘাত। তাই, চ্যাম্পিয়ন্স ট্রফি এবার পাকিস্তানে হবে কি না, তা নিয়ে নির্দিষ্ট কোনো নিশ্চয়তা নেই।
এমন অবস্থায়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) এর নিষেধাজ্ঞা, যেখানে তারা পাকিস্তান সুপার লিগ (PSL)-এ ইংল্যান্ডের প্লেয়ারদের খেলার অনুমতি দেয়নি, পাকিস্তান বোর্ডের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। এই সব পরিস্থিতি মিলে পাকিস্তান ক্রিকেটের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে।