আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

প্রথম দিনেই ১.৪ লক্ষ গাড়িতে FASTag Annual Pass! আপনি কিভাবে নিবেন জানুন

FASTag Annual Pass

গতকাল অর্থাৎ ১৫ আগস্ট থেকেই শুরু হয়েছে FAST ag Annual Pass পরিষেবা, আর শুরুর দিনেই দেশজুড়ে মিলেছে দারুণ সাড়া। এনএইচএআই (NHAI) জানিয়েছে, পরিষেবা চালুর প্রথম দিনেই প্রায় ১.৪ লক্ষ গাড়ির মালিক বার্ষিক পাস কিনে ফেলেছেন।

কী এই ফাস্ট্যাগ বার্ষিক পাস? ( FASTag Annual Pass )

যারা নিয়মিত হাইওয়েতে গাড়ি নিয়ে যাতায়াত করেন, তাদের জন্য এটি একেবারে পারফেক্ট। কারণ মাত্র 3000 টাকা দিয়ে একবার এই পাস নিলেই পুরো এক বছরের জন্য কিংবা সর্বাধিক 200টি টোল ক্রসিং বিনামূল্যে করা যাবে। আর এটি মূলত প্রাইভেট ভেহিকেল যেমন গাড়ি, জিপ, ভ্যান ইত্যাদির জন্যই প্রযোজ্য।

এক্ষেত্রে উল্লেখ্য, দেশের মোট 1150টি টোল প্লাজাতেই এই ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস ব্যবহার করা যাবে। এমনকি এর মাধ্যমে টোল চার্জে বিশেষ ছাড়ও মিলবে। প্রতিবার ব্যবহারের পর এসএমএস-এ নোটিফিকেশনও আসবে। পাশাপাশি পেমেন্ট করার দুই ঘন্টার মধ্যেই এই পাস অ্যাক্টিভেট হয়ে যাবে।

কীভাবে বানাবেন ফাস্ট্যাগ বার্ষিক পাস?

ফাস্ট্যাগ বার্ষিক পাস নেওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  1. প্রথমে আপনার স্মার্টফোনে RajMargYatra অ্যাপ ডাউনলোড করুন। এটি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে সহজেই পাওয়া যাবে।
  2. অ্যাপটি ওপেন করে মেইন ব্যানারে গিয়ে “Annual Pass” অপশনে ক্লিক করুন।
  3. এরপর Pre-book অপশনটি সিলেক্ট করুন।
  4. স্ক্রিনে প্রদর্শিত সমস্ত নির্দেশনা মনোযোগ দিয়ে পড়ুন।
  5. আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং FASTag ডেটা হাতে রাখুন।
  6. গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি ইনপুট করুন। সিস্টেম যাচাই করবে যে আপনার গাড়ি এই পাসের জন্য উপযুক্ত কিনা।
  7. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, সেটি ইনপুট করুন।
  8. পেমেন্টের জন্য ইউপিআই, ক্রেডিট/ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যেকোনো মাধ্যম ব্যবহার করতে পারবেন।
  9. মাত্র ৩,০০০ টাকা পেমেন্ট করলে আপনার বার্ষিক ফাস্ট্যাগ পাস অ্যাক্টিভেট হয়ে যাবে।

উল্লেখ্য, প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন। ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রতিটি টোল প্লাজায়ও কর্মী নিয়োগ করা হয়েছে। তবুও যদি কোনো অভিযোগ বা সমস্যা দেখা দেয়, তবে ন্যাশনাল হাইওয়ে হেল্পলাইন 1033-এ ফোন করা যাবে। এখানে শতাধিক কর্মী ২৪ ঘণ্টা ব্যবহারকারীদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now