মানুষের সঞ্চয় ও ঋণের উপর বড় প্রভাব ফেলতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এমন মধ্যবিত্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। ৫ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে যে, রেপো রেট ০.২৫% কমিয়ে ৫.২৫%-এ নামানো হয়েছে—এতে ঋণের সুদ কমতে পারে এবং সঞ্চয়ের সুদপ্রাপ্তিতেও প্রভাব পড়তে পারে। রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (MPC)-র ছয় সদস্যই রেপো রেট কমানোর পক্ষে ভোট দিয়েছেন। এরই সঙ্গে আরবিআই আরও ৮টি নতুন নিয়ম চালু করেছে, যা সরাসরি প্রভাব ফেলবে ব্যাঙ্কিং ব্যবস্থায়। বিস্তারিত জানতেই এই প্রতিবেদন।
Fixed Deposit ৮টি নতুন নিয়ম লাগু করল RBI
২০২৫ সালের শেষে এসে আরবিআই যে নতুন নিয়মগুলি চালু করেছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই অনেকেই কৌতূহলী। কেন্দ্রীয় ব্যাঙ্কের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে তিনটি বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল—এখন থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের উপর দেশের সব ব্যাঙ্ক একই হারে সুদ দেবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি বা যেকোনও ব্যাঙ্কেই হোক, এক লক্ষ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে সবার জন্য সুদের হার একটাই থাকবে। পাশাপাশি সুদের হিসাব করাও আরও সহজ করা হয়েছে—গ্রাহকের অ্যাকাউন্টে প্রতিদিন যে পরিমাণ টাকা থাকবে, দিনের শেষে সেই টাকার ওপরই সুদ গণনা করবে ব্যাঙ্ক। ফলে পুরো প্রক্রিয়াই হয়ে উঠবে আরও পরিষ্কার ও স্বচ্ছ।
এফডি-র নিয়মে বদল
রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকায় এবার এফডির ক্ষেত্রেও বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর সেগুলো সাধারণ মানুষের সুবিধার দিকটাই আরও বাড়াবে। আগের নিয়ম অনুযায়ী, কেউ যদি এফডি পুরো মেয়াদ না মেনে আগেই টাকা তুলে নিতেন, তাহলে একটি নির্দিষ্ট জরিমানা কেটে নেওয়া হত। কিন্তু মানুষ প্রিম্যাচিওর টাকাতোলা নিয়ে সব নিয়ম আগে থেকে জানতেন না, ফলে শেষে গিয়ে অনেক সময়ই বিপাকে পড়তেন। এবার আরবিআই স্পষ্ট করে দিয়েছে—এফডি খুলতেই সংশ্লিষ্ট ব্যাঙ্ককে গ্রাহককে জানাতে হবে যে মেয়াদ শেষ হওয়ার আগে এফডি ভাঙলে কতটা সুদ পাওয়া যাবে, আর কতটা জরিমানা কাটা হবে। এমনকি চাইলে কোনও ব্যাঙ্ক আগাম এফডি ভাঙলে সুদ না-ও দিতে পারে, তবে সেটিও আগে থেকেই গ্রাহককে জানাতে হবে।
এছাড়াও নতুন নিয়মে বলা হয়েছে, সব ব্যাঙ্কেই স্থায়ী আমানতের ন্যূনতম মেয়াদ সাত দিন রাখতে হবে। আর সবচেয়ে স্বস্তির বিষয়—এফডির ম্যাচিউরিটির দিনে যদি ব্যাঙ্ক ছুটি থাকে, তাহলে পরের কার্যদিবসেই গ্রাহক সুদ-সহ পুরো টাকা পেয়ে যাবেন। সব মিলিয়ে নতুন নিয়মগুলি ব্যাঙ্কিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ঝামেলাহীন করতেই এগিয়ে এসেছে আরবিআই।
