রোবোটিক্স, স্মার্ট ফার্ম মেশিন বা ইলেকট্রিক মোবিলিটি সম্পর্কে দক্ষতা বাড়াতে চান? আপনার জন্য রয়েছে দারুন সুযোগ! সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI) ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে দুই মাসের বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম (Government Internship 2025)। এখানে অংশ নিলে আধুনিক প্রযুক্তি ও গবেষণামূলক কাজের সঙ্গে হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।
Government Internship 2025
মেকানিক্যাল, প্রোডাকশন, মেটিরিয়ালস, এনভায়রনমেন্টাল এবং বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে পড়ছেন, তাঁরাই এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে যোগ্যতার জন্য একটি শর্তও রয়েছে—প্রার্থীদের প্রথম বর্ষ বা প্রথম সেমেস্টারের পরীক্ষায় ন্যূনতম ৭.০ CGPA থাকতে হবে। এই মানদণ্ড পূরণ করলেই তারা CMERI-এর এই দুই মাসের বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে শুধু স্নাতক স্তরের ছাত্রছাত্রীরাই নয়, স্নাতকোত্তর স্তরের রসায়ন বা এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষে পড়ুয়ারাও এই ইন্টার্নশিপে যোগ দিতে পারবেন। যোগ্যতার জন্য তাঁদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক। এই মানদণ্ড পূরণ করলেই তারা CMERI-র এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
ইন্টার্নশিপটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে পরবর্তী ৬০ দিন ধরে চলবে। পুরো প্রশিক্ষণ শেষ হলে যোগদানকারীরা একটি অফিশিয়াল শংসাপত্র পাবেন। ইন্টার্নশিপের সময় নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ৫,000 টাকা ভাতা পাবেন। আগ্রহীরা খুব সহজেই অনলাইনে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কে কোন বিষয়ে এবং কোন মেন্টরের অধীনে ইন্টার্নশিপ করতে চান, তা আগে থেকে ই-মেল মারফত জানিয়ে রাখতে পারবেন। এর জন্য তাঁদের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
