রাষ্ট্রায়ত্ত সংস্থা স্নাতকদের জন্য নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক চাকরির সুযোগ নিয়ে এসেছে (Govt Jobs for Graduates)। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল এক্সপার্ট—এই দুটি পদে মোট ১৫ জন কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিতদের কাজ করতে হবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL)-এর হায়দরাবাদ দফতরে। এই নিয়োগের জন্য সংস্থার পক্ষ থেকে ওয়াক-ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ ডিসেম্বর।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ (Govt Jobs for Graduates)
ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় স্নাতক হলেই এই পদগুলোতে কাজের সুযোগ মিলতে পারে। পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) বা এমবিএ ডিগ্রিধারীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। তবে যোগ্যতার সঙ্গে অবশ্যই থাকতে হবে তিন থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা। ভালো খবর হল—শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসেবে কাজের অভিজ্ঞতাও এখানে গ্রহণযোগ্য ধরা হবে।
আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩ জন কর্মী নিয়োগ!
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৩ বছর, আর টেকনিক্যাল এক্সপার্ট পদের ক্ষেত্রে এটি সর্বোচ্চ ৬০ বছর নির্ধারিত হয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ১,২৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের জন্য চুক্তির মেয়াদ থাকবে ১ বছর, আর টেকনিক্যাল এক্সপার্টদের ক্ষেত্রে চুক্তি হবে ৬ মাসের।
আগ্রহীদের ইন্টারভিউয়ের দিন সকাল ৯টার মধ্যে হায়দরাবাদের দফতরে ইন্টারভিউ দিতে আসতে হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।
