Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...
Homeব্যবসা বাণিজ্যঅর্থনীতিHDFC Bank Bonus Share Issue: এইচডিএফসি ব্যাংকের বোনাস শেয়ার ও লভ্যাংশ ঘোষণা, কারা পাবেন জানুন

HDFC Bank Bonus Share Issue: এইচডিএফসি ব্যাংকের বোনাস শেয়ার ও লভ্যাংশ ঘোষণা, কারা পাবেন জানুন

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

HDFC Bank Bonus Share Issue: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংক এবার গ্রাহকদের জন্য নিয়ে এলো দারুণ সুখবর! ব্যাংক ঘোষণা করেছে যে তারা 1:1 অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করবে। অর্থাৎ, আপনার কাছে যদি একটি শেয়ার থাকে, তাহলে অতিরিক্ত একটি শেয়ার ফ্রি পাবেন। যারা HDFC Bank-এ অ্যাকাউন্ট বা শেয়ারহোল্ডার, তাদের জন্য এটি হতে চলেছে বিশাল লাভের সুযোগ। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ইতিহাস সৃষ্টি করতে পারে, কারণ এত বড় পরিমাণে বোনাস শেয়ার ইস্যুর ঘটনা বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে এই প্রথম।

HDFC Bank Bonus Share Issue Record Date

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে HDFC Bank Bonus Issue এর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত শনিবার এই ব্যাংকের পক্ষ থেকে প্রথম এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার ইস্যুর ঘোষণাটি হয়েছে। ব্যাংকের তরফে শেয়ার বরাদ্দের যে অনুমোদন করা হয়েছে তাতে মুখে হাসি ফুটবে অনেকেরই। শেয়ার হোল্ডারদের তো অবশ্যই। ব্যাঙ্কের বোর্ডের পক্ষ থেকে এবার 1:1 অনুপাতে বোনাস শেয়ারের বরাদ্দের অনুমোদন করা হলো।

এইচডিএফসি ব্যাংক বোনাস শেয়ার এর শর্তাবলী

HDFC Bank Bonus Share-এর সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে, যা ব্যাংকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী, শেয়ারহোল্ডাররা প্রতি ১ টাকা ফেস ভ্যালুর সম্পূর্ণ পেড-আপ ইকুইটি শেয়ারের বিপরীতে আরও একটি ১ টাকা ফেস ভ্যালুর সম্পূর্ণ পেড-আপ ইকুইটি শেয়ার পাবেন। প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবার ব্যাংক এমন বোনাস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে, যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। ইতিমধ্যেই ব্যাংক রেকর্ড ডেট ঘোষণা করেছে—চলতি মাসের ২৭ আগস্ট ২০২৫ তারিখে নির্ধারিত হয়েছে সেই দিন। শুধু তাই নয়, বোনাস ইস্যুর পাশাপাশি ব্যাংকের বোর্ড ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রতি ১ টাকা ফেস ভ্যালুর শেয়ারের বিপরীতে ৫ টাকা করে বিশেষ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে, যা প্রায় ৫০০% লভ্যাংশের সমান।

উপসংহার

হিসেব অনুযায়ী, বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে HDFC Bank-এর শেয়ারের দাম প্রায় ১.৪৯% কমে দাঁড়িয়েছে ১৯৫৭.৪০ টাকা। যদিও এই সামান্য পতনের মধ্যেও ব্যাংকের আর্থিক ছবি বেশ ইতিবাচক। বার্ষিক নিরিখে মোট ইন্টারেস্ট ইনকাম প্রায় ৬% বেড়ে হয়েছে ৭৭,৪৭০ কোটি টাকা। সম্প্রতি ব্যাংকের বোনাস শেয়ার ও বিশেষ লভ্যাংশের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। এর প্রভাব স্পষ্ট—এ বছর এখন পর্যন্ত ব্যাংকের শেয়ারের দাম প্রায় ১২% বেড়েছে। আশা করা হচ্ছে, এই ইতিবাচক ধারায় শেয়ারের দৌড় আরও ঊর্ধ্বমুখী হবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -