আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

BEL Recruitment 2025: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে একাধিক পদে নিয়োগ

Published on: September 8, 2025
BEL Recruitment 2025 ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে একাধিক পদে নিয়োগ

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) বিভিন্ন যোগ্যতায় ইঞ্জিনিয়ারিং-সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য একাধিক অস্থায়ী পদের নিয়োগ ঘোষণা করেছে; মূলত ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যুক্ত প্রার্থীরাই এতে আবেদন করতে পারবেন। কলেজপড়ুয়া বা নতুন স্নাতকদের জন্য এটি সরকারি সংস্থায় কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি ভালো সুযোগ—অতএব প্রতিটি পদের যোগ্যতা, দায়িত্ব ও আবেদন প্রক্রিয়া বারিকভাবে পড়ে নিন। JKNews BANGLA নিয়মিত সঠিক চাকরির খবর দেয়, তাই বিজ্ঞপ্তি শেষ থেকে শেষ পড়ে আবেদন নিশ্চিত করুন।

  • নিয়োগ কারী সংস্থা- ভারত ইলেকট্রনিক্স লিঃ (BEL)।
  • পদের নাম- প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ট্রেনি ইঞ্জিনিয়ার।

পদ অনুসারে গুরুত্বপূর্ণ তথ্য:

১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল বিভাগ) – এই পদে মোট দুটি শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগের মেয়াদ নির্ধারিত হয়েছে ৩ বছর। নির্বাচিত প্রার্থীরা মাসে ৪০,০০০ থেকে ৫০,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কর্মস্থল হবে বেঙ্গালুরুর এরোস্পেস ডিফেন্স এস্টাবলিশমেন্ট (ADE)। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।

২) ট্রেনি ইঞ্জিনিয়ার (এরোনটিকাল/এরোস্পেস বিভাগ) – প্রশিক্ষণমূলক এই পদে মোট ১ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। নিয়োগের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২ বছর। নির্বাচিত প্রার্থীরা মাসে ৩০,০০০ থেকে ৩৫,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল অথবা এরোনটিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকা আবশ্যক। কর্মস্থল হবে BEL-এর বেঙ্গালুরু কমপ্লেক্স। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি

এই নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউয়ে সফল হলে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। তাই আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

প্রয়োজনীয় নথি-

  • সেল্ফ অ্যাটেস্টেড মাধ্যমিকের সার্টিফিকেট,
  • উচ্চমাধ্যমিক/ডিপ্লোমা/শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট,
  • ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এর সার্টিফিকেট,
  • কাস্ট সার্টিফিকেট,
  • পরিচয় পত্র,
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি,
  • আবেদনকারীর স্বাক্ষর ইত্যাদি।

আবেদন পদ্ধতি

আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের www.bel-india.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জমা দিতে হবে। পাশাপাশি আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট পদে সঠিক পদ্ধতি মেনে আবেদন জানাতে হবে। বিস্তারিত বুঝানোর জন্য অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন জানাবেন।

* Recruitment Notification 2025: Download

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now