দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল (HS 3rd Semester Result)। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ ৩১ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে ফলাফল দেখা যাবে অনলাইনে। পরীক্ষার্থীদের শুধু রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে। এছাড়াও, দুপুর ২টা থেকে ফলাফল ডাউনলোড ও প্রিন্ট আউট নেওয়ার সুবিধাও থাকবে। ফলে যারা অধীর আগ্রহে নিজেদের ফলাফলের অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
কীভাবে দেখবেন রেজাল্ট? (HS 3rd Semester Result)
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখতে হলে ছাত্রছাত্রীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর “HS Semester III Result 2025” লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি ইনপুট করতে হবে।
- এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
বলাবাহুল্য, সেখানে মোট প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর এবং বিষয় ভিত্তিক পার্সেন্টেজ ও ওভারাল গ্রেড দেওয়া থাকবে।
কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট? (HS 3rd Semester Result)
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে রেজাল্ট দেখার জন্য যে সমস্ত ওয়েবসাইটের কথা উল্লেখ রয়েছে সেগুলি হল—
সব খবর
- https://result.wb.gov.in
- www.results.shiksha
- www.tv9bangla.com
- www.tv9hindi.com
- www.news9live.com
গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, যেখানে অংশ নিয়েছিল প্রায় ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী। তবে পর্ষদ জানিয়েছে, এর মধ্যে প্রায় ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। উল্লেখযোগ্যভাবে, এ বছরও পরীক্ষাটি ওএমআর শিটে নেওয়া হয়েছে। এই সেমিস্টার পদ্ধতি গত বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চালু হয়েছে। অন্যদিকে, পর্ষদ ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


