RBI-র পদক্ষেপে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, সুদের হার কমারও ইঙ্গিত

জানারুল , কলকাতা: অবশেষে ভারতীয় রুপির বাজারে কিছুটা স্বস্তির হওয়া। রিজার্ভ ব্যাঙ্কের সক্রিয় হস্তক্ষেপে রুপি আবারও শক্তিশালী অবস্থানে ফিরতে পারে বলে মত বিশেষজ্ঞদের (Indian Rupee vs US Dollar)। এমনকি সরকারি বন্ডের সুদের হার আগামী দিনে অনেকটা কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্ত এবং বিদেশী লগ্নীর গতির উপর এই নির্ভর করবে বলে অনুমান।

রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে আবারও ঘুরে দাঁড়াল রুপি (Indian Rupee vs US Dollar)

গত সপ্তাহে ডলারের তুলনায় বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় রুপি। শুক্রবার বাজার বন্ধের সময় ডলার পিছু রুপি দাঁড়ায় ৮৯.২৭ টাকায়, যা এক সপ্তাহে ১ শতাংশেরও বেশি শক্তিশালী হয়েছে। বাজার সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ডলার বিক্রি এবং রুপির বিরুদ্ধে জল্পনামূলক অবস্থান কমে যাওয়াতেই ডলারের দাম হঠাৎ নেমেছে। উল্লেখ্য, এর আগে ১৬ ডিসেম্বর রুপি নেমে গিয়েছিল সর্বনিম্ন ৯১.০৭৫ টাকার স্তরে। তবে রিজার্ভ ব্যাঙ্কের ধারাবাহিক হস্তক্ষেপে প্রায় ২ শতাংশ ঘুরে দাঁড়িয়ে আবার কিছুটা স্বস্তির জায়গায় ফিরেছে ভারতীয় রুপি।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন সপ্তাহে আমদানিকারীরা ডলারের ঝুঁকি সামলাতে আবার হেজিং শুরু করতে পারেন, যার ফলে ৮৯ টাকার কাছাকাছি রুপির শক্তি আরও বাড়তে পারে বলে ধারণা। তবে এক বেসরকারি ব্যাঙ্কের ট্রেডারের মতে, আরবিআইয়ের হস্তক্ষেপে রুপি আপাতত স্থিতিশীল থাকলেও বড় আকারের বৈদেশিক বিনিয়োগ না এলে ডলারের বিপরীতে রুপির দরে আবার কিছুটা ওঠানামা দেখা যেতে পারে।

এদিকে বাজার সংস্থা আইএফএ গ্লোবালের মতে, ৮৮.৮০ স্তরটি এখনও রুপির জন্য খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করছে এবং বড়সড় হস্তক্ষেপ হলে ডলারের বিপরীতে রুপি আবারও উপরের দিকে যেতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে, কারণ জাপানের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর পর ইয়েন বেশ দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ভারতীয় বন্ড বাজারেও চাপ বজায় রয়েছে—বর্তমানে ১০ বছরের বেঞ্চমার্ক সরকারি বন্ডের সুদের হার প্রায় ৬.৬০ শতাংশের কাছাকাছি ঘোরাফেরা করছে। বিশেষজ্ঞদের ধারণা, এই হার ৬.৫৬ থেকে ৬.৬৫ শতাংশের মধ্যে থাকতে পারে, যা রুপির আরও শক্তিশালী হওয়ার পথে কিছুটা বাধা তৈরি করতে পারে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -