আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

Infosys Scholarship 2025: কলেজ ছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ – অনলাইনে আবেদন

Published on: October 16, 2025
Infosys Scholarship 2025

ইনফোসিস ফাউন্ডেশনের নতুন স্কলারশিপ আপডেট অনুযায়ী, গ্রাজুয়েশন ডিগ্রি করছেন বা কলেজে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বার্ষিক আর্থিক সাহায্যের সুযোগ হিসেবে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে(Infosys Scholarship)। যারা আবেদন করতে চান, তাঁদের জানতে হবে কিভাবে আবেদন করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে। আসুন বিস্তারিত জানি, যাতে আপনার আবেদন প্রক্রিয়া সহজে সম্পন্ন হয়।

Infosys Scholarship 2025: ইনফোসিস স্কলারশিপ

ইনফোসিস ভারতবর্ষের অন্যতম প্রধান আইটি কোম্পানির মধ্যে একটি। সংস্থার প্রতিষ্ঠাতা স্যার নারায়ন মূর্তির নেতৃত্বে, এবং শ্রীমতি সুধা মূর্তির তত্ত্বাবধানে ইনফোসিস ফাউন্ডেশন কাজ করে। ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং মানুষের পাশে দাঁড়ানো। এরই ধারাবাহিকতায়, শিক্ষার উন্নয়নে সহায়তার জন্য ফাউন্ডেশন প্রতিবছর স্কলারশিপ প্রদান করে থাকে।

বিষয়তথ্য
স্কলারশিপের নামইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম
কারা আবেদন করতে পারবেগ্রাজুয়েশন কোর্সের ছাত্রী পড়ুয়ারা আবেদন করতে পারবেন
বৃত্তির পরিমাণসর্বোচ্চ এক লক্ষ টাকা
আবেদনের শেষ৩০ অক্টোবর ২০২৫

আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা

স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীদের জন্য কিছু শর্ত মানা বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং কেবল মহিলাদের জন্য এই সুযোগ উন্মুক্ত। প্রার্থীদের অবশ্যই চার বছরের স্নাতক কোর্সে (যেমন BSc, BTech, MBBS) গণিত, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স বা মেডিকেল বিষয়ের ওপর অধ্যয়নরত হতে হবে। সিজিপিএ অবশ্যই 7 বা তার উপরে থাকতে হবে এবং প্রার্থীর বাৎসরিক আয় ৮ লাখের নিচে হতে হবে। এছাড়া, যারা ইতিমধ্যেই অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করেছেন, তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদনের জন্য প্রয়োজন নথিপত্র

স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টস জমা দিতে হবে:

  • প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • JEE/CET/NEET এর স্কোর কার্ড
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
  • ভারতের সরকার প্রদত্ত জাতীয় পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড
  • চলতি শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রশিদ
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পারিবারিক আয় শংসাপত্র
  • আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হলে আপনাকে প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে এবং ‘ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম‘ অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে । আপনার নিজস্ব নাম, ইমেইল আইডি এবং বৈধ ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন

তথ্যলিংক
স্কলারশিপ আবেদনের সরাসরি পোর্টালApply Here →
ইনফোসিস ফাউন্ডেশন অফিশিয়াল ওয়েবসাইটVisit 

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now