সমাজবিজ্ঞান প্রকল্পে আইএসআই-এ চাকরি, অনলাইনে আবেদন শুরু

সমাজবিজ্ঞান নিয়ে গবেষণার প্রয়োজনীয় সমস্ত তথ্য কীভাবে সুচারুভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা যায় (ISI Kolkata Recruitment)। সেই বিষয়ে গবেষণাধর্মী একটি বিশেষ প্রকল্পে কর্মী নিয়োগ করছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI) বেঙ্গালুরু। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএসআই কলকাতা। জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

সমাজবিজ্ঞান প্রকল্পে আইএসআই-এ চাকরি (ISI Kolkata Recruitment)

বেঙ্গালুরুতে প্রতিষ্ঠানের ডকুমেন্টেশন রিসার্চ অ্যান্ড ট্রেনি সেন্টারে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘প্ল্যানিং ফর দ্য রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট রিপোজ়িটারিস উইথ স্পেশ্যাল রেফারেন্স টু সোশ্যাল সায়েন্স’।

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ স্নাতকদের জন্য! 

এই প্রকল্পে একজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে, যাঁর দায়িত্ব থাকবে গবেষণা-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রকল্প বাস্তবায়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। নির্বাচিত প্রার্থীর চাকরির মেয়াদ প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত। তবে সংস্থা জানিয়েছে, প্রয়োজন এবং তহবিলের প্রাপ্যতা অনুযায়ী এই মেয়াদ ভবিষ্যতে শর্তসাপেক্ষে বাড়ানো যেতে পারে।

এই পদে আবেদন করতে প্রার্থীদের বয়স অবশ্যই ৩৫ বছরের মধ্যে হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী মাসে ৩১,০০০ টাকা সম্মানিক পাবেন।

যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে BE/BTech থাকা আবশ্যক। একই সঙ্গে যাঁদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা সমতুল বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

ইচ্ছুক প্রার্থীদের নিজেদের জীবনপঞ্জি (CV) এবং প্রয়োজনীয় নথিপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দিষ্ট ই-মেল আইডি-তে পাঠাতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর। এরপর পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অন্যান্য বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতেই উল্লেখ রয়েছে।

প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -