আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

উড়িষ্যা-কলকাতা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ২ জনের, আহত ১০

Published on: October 29, 2025
Jaleswar Bus Accident

উড়িষ্যা থেকে কলকাতাগামী একটি ডলফিন যাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে (Jaleswar Bus Accident)। ঘটনাটি ঘটেছে জলেশ্বরের কাছে, যেখানে বাসটি ট্র্যাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। সূত্র অনুযায়ী, রাত প্রায় দু’টো নাগাদ বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে জলেশ্বর থেকে কলকাতার বাবুঘাটের দিকে রওনা দেয়, আর সেই সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

মৃত্যু বাস চালক ও কন্ডাক্টরের

সূত্রের খবর, বালাসোরের ১৬ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মণনাথ টোল গেটের কাছে পৌঁছনো মাত্রই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্র্যাকের সাথে সজোরে ধাক্কা মারে। আর সঙ্গে সঙ্গে বাসের চালক এবং কন্ডাক্টরের মৃত্যু হয় এবং ১০ জন যাত্রী গুরুতর আহত হন। জানা যাচ্ছে, ওই চালক নাকি গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন।

ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। আহত যাত্রীদের মধ্যে অনেককেই দ্রুত জলেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, আর যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের জলেশ্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যে চলাচল করা এই রুটের বাসগুলিতে সাধারণত বহু ব্যবসায়ী যাতায়াত করেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতেও প্রায় ৭০ জন যাত্রী ছিলেন, কিন্তু মাঝপথেই ঘটে যায় এই মর্মান্তিক বিপত্তি।

দুর্ঘটনাগ্রস্ত বাসের এক যাত্রী জানিয়েছেন, “আমরা জাজপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলাম। রাত প্রায় দু’টোর সময় হঠাৎ জোরে একটি শব্দ ও তীব্র ঝাঁকুনি অনুভব করি। অনেকেই পড়ে গিয়ে আহত হন। বাস থেকে নামতেই দেখি, বাসটি একটি ট্র্যাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ড্রাইভার ও কন্ডাক্টর ঘটনাস্থলেই মারা গেছেন।”

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Rohan Khan

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now