আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেসের ১১টি কামরা

Published on: March 30, 2025
ওড়িশায় ট্রেন দুর্ঘটনা

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মার্চ মাসের শেষে ফের দেশে বড় রেল দুর্ঘটনা ঘটে গেল। লাইনচ্যুত হল জনপ্রিয় কামাখ্যা এক্সপ্রেস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। রবিবার সকালে কটকের চৌদ্বারে নির্গুন্ডি স্টেশনের কাছে কামাখ্যা এক্সপ্রেসের কমপক্ষে ১১টি বগি লাইনচ্যুত হয়েছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। ইতিমধ্যেই রেলওয়ের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। ওড়িশার চৌদ্বারের কাছে লাইনচ্যুত হয়েছে বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস (12551 কামাখ্যা এক্সপ্রেস)। কটক স্টেশন ছাড়ার পর মঙ্গোলি স্টেশনের কাছে ট্রেনটির ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, B9 থেকে B14 পর্যন্ত বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, যাত্রীদের সহায়তার জন্য ৮৪৫৫৮৮৫৯৯৯ এবং ৮৯৯১১২৪২৩৮ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পাশাপাশি, আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাইনচ্যুত হওয়া নিয়ে পূর্ব উপকূল রেলওয়ের সিপিআরও অশোক কুমার মিশ্র জানিয়েছেন, “আমরা ১২৫৫১ কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। এখন পর্যন্ত যা জানা গেছে, ১১টি এসি কোচ লাইনচ্যুত হয়েছে। তবে সৌভাগ্যবশত, কেউ আহত হননি। সকল যাত্রী নিরাপদে আছেন।

অশোক কুমার মিশ্র আরও জানিয়েছেন, “আমরা যতদূর তথ্য পেয়েছি, দুর্ঘটনার পরপরই ত্রাণ ট্রেন এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে ডিআরএম খুরদা রোড, জিএম, ইসিওআরসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তদন্ত শেষ হলে লাইনচ্যুতির সঠিক কারণ জানা যাবে। তবে আমাদের প্রথম অগ্রাধিকার হলো রুটে অপেক্ষমাণ ট্রেনগুলোকে নিরাপদে সরিয়ে নিয়ে দ্রুত মেরামতের কাজ শুরু করা।”

Rohan Khan

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now