Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...
HomeUncategorizedনিজেদের প্রধান কোচের নাম ঘোষণা করল KKR, দায়িত্বে অভিষেক নায়ার

নিজেদের প্রধান কোচের নাম ঘোষণা করল KKR, দায়িত্বে অভিষেক নায়ার

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

কলকাতা নাইট রাইডার্স (KKR) অবশেষে তাদের নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে, এবং সেই দায়িত্ব পেলেন অভিষেক নায়ার (KKR Head Coach) । দীর্ঘদিন ধরে চলা জল্পনাতেই এবার সিলমোহর পড়ল। এর আগে শাহরুখ খানের দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নায়ার, পাশাপাশি ভারতীয় দলে গৌতম গম্ভীরের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি। তবে এটাই তাঁর প্রথমবার কোনও পূর্ণাঙ্গ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নায়ারের নাম ঘোষণা করেছে KKR ম্যানেজমেন্ট।

ছন্দে ফিরতেই এমন সিদ্ধান্ত? (KKR Head Coach)

গত মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) একেবারেই শুভ ছিল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য। তিন বারের চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্স দেখে অনেকেই হতবাক হয়েছিলেন। অজিঙ্কা রাহানের নেতৃত্বে কেকেআর লিগ টেবিলে শেষ করেছিল ৮ নম্বরে থেকে (KKR Head Coach)। দলের এই হতাশাজনক পারফরম্যান্সের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। শুধু তাই নয়, নাইটদের এমন বেহাল অবস্থার জন্য অধিনায়ক রাহানেকেও কাঠগড়ায় তুলেছিলেন ক্ষুব্ধ সমর্থকরা।

শোনা গিয়েছিল, KKR এর খেলার ধরন এবং প্লেয়ারদের মনোভাব প্রথম দিকে বুঝে উঠতে পারছিলেন না অজিঙ্কা। তবে ধীরে ধীরে যখন গোটা বিষয়টি আয়ত্তে আনতে শুরু করলেন ততদিনে তালিকার একেবারে শেষ প্রান্তে পৌঁছে বিদায় নিয়েছে KKR। ফলত, পূর্বের যন্ত্রণায় মলম লাগাতে উঠে পড়ে লেগেছে KKR। এদিকে, প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পদ ছাড়তেই একেবারে হন্যে হয়ে নতুন কোচের খোঁজ শুরু করে দিয়ে দলটি। যদিও কেউ কেউ বলেন, অনেক আগে থেকেই অভিষেক নায়ারকে পরবর্তী কোচ করার পরিকল্পনা ছিল কিং খান ম্যানেজমেন্টের। অবশেষে সেটাই হল।

শোনা গিয়েছিল, KKR এর খেলার ধরন এবং প্লেয়ারদের মনোভাব প্রথম দিকে বুঝে উঠতে পারছিলেন না অজিঙ্কা (KKR Head Coach)। তবে ধীরে ধীরে যখন গোটা বিষয়টি আয়ত্তে আনতে শুরু করলেন ততদিনে তালিকার একেবারে শেষ প্রান্তে পৌঁছে বিদায় নিয়েছে KKR। ফলত, পূর্বের যন্ত্রণায় মলম লাগাতে উঠে পড়ে লেগেছে KKR। এদিকে, প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পদ ছাড়তেই একেবারে হন্যে হয়ে নতুন কোচের খোঁজ শুরু করে দিয়ে দলটি। যদিও কেউ কেউ বলেন, অনেক আগে থেকেই অভিষেক নায়ারকে পরবর্তী কোচ করার পরিকল্পনা ছিল কিং খান ম্যানেজমেন্টের। অবশেষে সেটাই হল।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

ক্রিকেট বিশ্লেষক মহলের মতে, কলকাতা নাইট রাইডার্স অভিষেক নায়ারকে (Abhishek Nayar) নতুন কোচ হিসেবে দায়িত্ব দিয়ে একদমই ভুল করেনি (KKR Head Coach)। কারণ, খেলোয়াড়দের মানসিকতা বোঝা এবং তাদের সঙ্গে মানিয়ে চলার ক্ষেত্রে দক্ষ তিনি। তাছাড়া KKR-এর অভ্যন্তরীণ সংস্কৃতি বা ‘ডিএনএ’ সম্পর্কেও ভালোই ধারণা রয়েছে তাঁর। গৌতম গম্ভীরের সহকারী হিসেবে কেকেআর ও ভারতীয় দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। তাই প্রথমবার পূর্ণাঙ্গ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া তাঁর জন্য চ্যালেঞ্জিং হলেও, ধীরে ধীরে তিনি এই ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখযোগ্যভাবে, গত মরসুমের হতাশাজনক পারফরম্যান্সের পর IPL 2026 শুরু হওয়ার আগেই অধিনায়ক পরিবর্তনের পরিকল্পনা করছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। একাধিক সূত্রের দাবি, অজিঙ্কা রাহানের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দলের মানসিকতা ও গঠন অনুযায়ী কৌশল প্রয়োগে তিনি সমস্যায় পড়ছেন। ফলে, নতুন মরসুমে ব্যর্থতা এড়াতে এবং দলকে নতুন দিকনির্দেশনা দিতে, কেকেআর এবার বড় কোনও অভিজ্ঞ বা আন্তর্জাতিক ক্রিকেটারকেই দলের নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।

🔴 JKNEWS24– প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত খবর জানতে ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট এক ক্লিকে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -