আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

শীতে কাঁপবে দক্ষিণবঙ্গের ৭ জেলা! কেমন থাকবে আজকের আবহাওয়া

Updated On:
Weather Today

নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের চোখ রাঙানিকে সঙ্গী করেই ফের ঠান্ডার দাপট বাড়তে শুরু করেছে কলকাতা সহ গোটা বাংলা (Weather Today)। যদি মনে করে থাকেন—এটাই শীতের শেষ কথা, তাহলে কিন্তু একটু ভুল ভাবছেন! আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিন আরও ভালোভাবেই শীতের আমেজ টের পাবেন সবাই। বেশ কিছু জেলায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আজ, বৃহস্পতিবারও রাজ্যের বহু জেলায় ঠান্ডা অনুভূত হবে বলে আগাম বার্তা দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)

জানা গিয়েছে, চলতি মাসের শেষ পর্যন্ত তাপমাত্রার এই ওঠানামাই বজায় থাকবে। তবে ডিসেম্বরেই শুরু হবে শীতের আসল খেলা! বিশেষ করে ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে বাংলায় ঠান্ডার দাপট এক ধাক্কায় আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার আগেই একবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া (Weather Today) কেমন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ঠান্ডা জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হাওড়া জেলায়। এসব জেলায় তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

শুধু তা-ই নয়, সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১২ থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আর দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সব মিলিয়ে বলা যায়—ডিসেম্বরের শুরুতেই শীত তার জমকালো উপস্থিতি জানাতে চলেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পর এবার চোখ উত্তরবঙ্গের দিকে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে শীতের দাপট বেশ জোরালো—সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে পৌঁছেছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। সমতলের দিকে তাকালে আলিপুরদুয়ারেও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি। আপাতত দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পং—এই জেলা গুলিতে তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ১৩-১৪ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও আগামী কয়েক ঘণ্টায় পারদ আরও একটু নামার সম্ভাবনা রয়েছে। খুশির খবর, উত্তরবঙ্গের আকাশে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now