বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 5

বাদ পড়া ভোটারের নাম তুলতে বিশেষ ক্যাম্প চালাবে নবান্ন, ঘোষণা মমতার

Mamata Banerjee on SIR: পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ খবর—আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর, তবে রাজ্য সরকার সেই পর্যন্ত অপেক্ষা না করে ব্লকভিত্তিক শিবির করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি বুধবার মালদহের গাজল থেকে এক জনসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রস্তুতির এই পদক্ষেপ ভোটারদের জন্য সুবিধা নিশ্চিত করবে এবং সংশোধন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।

কী বললেন মুখ্যমন্ত্রী? (Mamata Banerjee on SIR)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১২ ডিসেম্বর থেকে রাজ্যের ব্লকগুলিতে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প শুরু হবে, যেখানে ভোটাররা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে পারবেন। এই কাজে দলের কর্মীরা সর্বত্র সহযোগিতা করবেন, পাশাপাশি প্রশাসনিক সহায়তাও পাওয়া যাবে। জানা গেছে, পরামর্শদাতা সংস্থার সমীক্ষা অনুযায়ী কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তার তথ্য হাতে আছে, এবং সেই অনুযায়ী নাম পুনরায় অন্তর্ভুক্ত করার পুরো প্রস্তুতিও তৃণমূল দলের পক্ষ থেকে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়া রাজ্যজুড়ে ১২ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার স্পষ্টভাবে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি হতে দেবেন না। বৃহস্পতিবার সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে তার কর্মসূচি রয়েছে। এছাড়া এসআইআর প্রক্রিয়ার সময় মানুষের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এসব করা হচ্ছে। তবে কোনওভাবেই বিজেপি এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলায় সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন। সবথেকে বড় কথা, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘ছারপোকা’ হিসেবে কটাক্ষ করেছেন।

হতে পারে নতুন প্রকল্প

গাজলের সভা থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ভোটের আগে তিনি নতুন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন। সেই সূত্রে লক্ষ্মীর ভান্ডারের কথাও তিনি বলেছেন। তারপর মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী দিন হয়তো আরও কোনও প্রকল্প আসতে পারে। সেটার জন্য আলোচনা করছি। ২০২১ সাল থেকে আগামী ভোট পর্যন্ত সময় ধরলে লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি সাধারণ শ্রেণীর মহিলারা ৬০ হাজার টাকা পেয়েছে আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা ৭৫ হাজার টাকা পেয়েছে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

ডেপুটি জেনারেল ম্যানেজার চাই WEBEL-এ! কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় ফের চাকরির দরজা খুলল। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WEBEL) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (WEBEL Recruitment)।

রাজ্য সরকারের অধীনস্থ WEBEL-এ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য দারুণ সুযোগ এসেছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও প্রথম পর্যায়ে চাকরির মেয়াদ থাকবে তিন বছর, প্রয়োজন হলে পরে তা বাড়ানোও হতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই পদের বার্ষিক বেতন হতে পারে প্রায় ৩০ লক্ষ টাকা—যা চাকরিপ্রার্থীদের কাছে নিঃসন্দেহে বড় সুবিধা।

এই পদের জন্য আবেদন করতে হলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকের পাশাপাশি চার্টাড অ্যাকাউন্ট্যান্ট (CA) ডিগ্রি থাকতে হবে। তবে পিএইচডি থাকলে প্রার্থীরা বাড়তি অগ্রাধিকার পাবেন। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২৬ থেকে ২৮ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমাও ঠিক করা আছে—প্রার্থীকে অবশ্যই ৪৮ থেকে ৫২ বছর বয়সের মধ্যে হতে হবে।

আবেদন করবেন কী ভাবে? (WEBEL Recruitment)

প্রার্থীকে প্রথমে ওয়েবেলের ওয়েবসাইটে (https://www.wtl.co.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৪ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

দক্ষিণবঙ্গে বাড়ছে শীতের দাপট! ৬ জেলায় নেমে যাচ্ছে তাপমাত্রা, আজকের আবহাওয়া

শীতপ্রেমীদের মুখে হাসি ফুটলেও শীতকাতুরেদের জন্য কিন্তু পরিস্থিতি মোটেও সুখকর নয়। কারণ বাংলায় আবারও শীত নিজের দাপট বাড়াতে শুরু করেছে (Weather Today)। যদি এখনই ঠান্ডায় নাজেহাল হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন—এটাই শেষ নয়, আরও তীব্র ঠান্ডা আসছে সামনে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই রাজ্যে ঢুকে পড়বে কনকনে শীত, ফলে সকাল-বিকেল ঠান্ডায় যুবুথুবু অবস্থা হতে পারে সকলের। আজ বৃহস্পতিবারও কলকাতা সহ জেলার জেলায় অনুভূত হবে শীতের তীব্রতা।

কেমন থাকবে আজকের আবহাওয়া? (Weather Today)

ডিসেম্বরের শুরুটা যেন একেবারেই শীতের মেজাজে! ঘূর্ণিঝড়ের দাপট কাটতেই বাংলাজুড়ে নেমে এসেছে ঘন কুয়াশা আর হাড়কাঁপানো ঠান্ডা। নভেম্বরজুড়ে কখনও গরম তো কখনও হালকা শীত—ঠিক স্থির ছিল না আবহাওয়া। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ডিসেম্বরেই মিলবে সেই ঘাটতি—তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে, আর শীত বাড়বে আরও কয়েক ধাপ।

আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামবে। ভোরবেলা হালকা কুয়াশার চাদর থাকলেও, বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে আজ সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বইবে শুষ্ক উত্তুরে হাওয়া।

পশ্চিমাঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে, আর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে পারদ নামবে ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি—এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শীতপ্রেমীদের জন্য এটি দারুণ খবর হলেও, শীতকাতুরেদের কিন্তু এখনই প্রস্তুতি নিয়ে নিতে হবে!

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও এক নজর ফেললে দেখা যাচ্ছে, সেখানেও শীতের দাপট বেশ জমে উঠেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ সর্বনিম্ন তাপমাত্রা নামবে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসে—যা পর্যটকদের জন্য স্বপ্নের মতো হলেও স্থানীয়দের জন্য বাড়তি শীতের বোঝা। উত্তরবঙ্গের অন্যান্য জায়গায়ও পারদ বেশ নিচেই থাকবে; সর্বনিম্ন তাপমাত্রা ঘুরবে ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে।

আগামীকালের আবহাওয়া

শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। “আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আগামী দুই-একদিন কিছু জেলায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এরপর মূলত আকাশ পরিষ্কার থাকবে,” এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতরের এক কর্মকর্তা। শুক্রবার ঠান্ডা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় পারদ স্বাভাবিকের থেকে নিচেই থাকবে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

মাধ্যমিক পাসেই চাকরি! SSC-তে ২৫,৪৮৭ GD কনস্টেবল নিয়োগ শুরু

চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর! স্টাফ সিলেকশন কমিশন (SSC) আবারও জিডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (SSC GD Constable Recruitment)। একধাক্কায় ২৫,৪৮৭টি শূন্যপদে নিয়োগ হবে। আর সবচেয়ে বড় কথা—মাত্র মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সঙ্গে থাকবে আকর্ষণীয় বেতন ও সরকারি চাকরির সমস্ত সুবিধা। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই দেরি না করে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ে নিন।

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ ২০২৫ (SSC GD Constable Recruitment)

স্টাফ সিলেকশন কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এবার বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে বিশাল পদক্ষেপে কর্মী নেওয়া হচ্ছে। এই নিয়োগের আওতায় BSF, CISF, CRPF, SSB, ITBP, Assam Rifles এবং Secretariat Security Force—সব মিলিয়ে একাধিক বাহিনীতে জিডি কনস্টেবল পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ২৫,৪৮৭টি, যার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য বরাদ্দ ২৩,৪৬৭টি এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে ২,০২০টি শূন্যপদ। এত বড় আকারের ভ্যাকান্সি তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই দশম শ্রেণী পাস করতে হবে। তারাই একমাত্র আবেদন করতে পারবে। আর কোনও রকম অতিরিক্ত যোগ্যতা চাওয়া হয়নি।

আবেদন কীভাবে করবেন?

চাকরিপ্রার্থীদের এই নিয়োগে পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর প্রক্রিয়াটিও খুবই সহজ। প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিন। নতুন হলে আগে একবার রেজিস্ট্রেশন করে নিন, এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করার পর, এসসি/এসটি বাদে অন্যান্য প্রার্থীদের ১০০ টাকার আবেদন ফি জমা দিতে হবে। মনে রাখবেন—আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ জানুয়ারি ২০২৬।

SSC GD Constable Official Notification- Download Now

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

জিয়োলজি বা রিমোট সেন্সিং পড়েছেন? অয়েল ইন্ডিয়া লিমিটেডে মিলছে দুর্দান্ত সুযোগ

অয়েল ইন্ডিয়া লিমিটেডে বড়সড় নিয়োগের সুযোগ এসেছে(OIL Recruitment)। প্রতিষ্ঠানের নয়ডা অফিসে ডোমেন এক্সপার্ট পদে মোট ৫৫টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। জিয়োলজি, জিয়োসায়েন্স, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিয়োকেমিস্ট্রি, প্যালেন্টোলজি অ্যান্ড সেডিমেন্টোলজি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং-এর প্রোডাকশন, ড্রিলিং ও মেকানিক্যাল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শুধু ডিগ্রি থাকলেই চলবে না—সরকারি বা বেসরকারি তেল সংস্থা কিংবা জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে অন্তত ৩০ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। মোট কথা, দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের জন্য এটি দারুণ একটি সুযোগ।

অয়েল ইন্ডিয়া লিমিটেডে মিলছে দুর্দান্ত সুযোগ (OIL Recruitment)

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে, আর এর পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স, গ্যাস পাইপলাইন ডিজ়াইন ও অপারেশন সংক্রান্ত কাজের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় অনুমোদন থাকা জরুরি। নির্বাচিত প্রার্থীদের দু’বছরের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কাজের বিনিময়ে প্রতিদিন ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সাম্মানিক দেওয়া হবে, যা অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর নির্ভর করবে। মোটের ওপর, অভিজ্ঞ পেশাদারদের জন্য এটি সত্যিই আকর্ষণীয় সুযোগ।

ই-মেল মারফত আগ্রহীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি পাঠানো আবশ্যক। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

আইআইটি খড়্গপুরে গবেষণার কাজে কর্মী প্রয়োজন—কীভাবে আবেদন করবেন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT Kharagpur Recruitment) খড়্গপুরে আবারও গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ এসেছে। এই বিষয়ে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমেই আবেদনপত্র জমা দিতে পারবেন। গবেষণার ক্ষেত্র ও যোগ্যতার বিস্তারিত জানতে হলে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া জরুরি।

আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি বিশেষ গবেষণা প্রকল্পে কাজের সুযোগ এসেছে। এখানে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ মাত্র একটি। এই প্রকল্পে অর্থ সহায়তা করছে গেটস ফাউন্ডেশন, আর নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৫৭,০০০ টাকা করে সাম্মানিক পাবেন। আবেদন করতে হলে স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বা ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সঙ্গে, প্রার্থীর বয়স অবশ্যই ৪০ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতা ও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া উচিত।

কী ভাবে আবেদন করবেন? (IIT Kharagpur Recruitment)

আইআইটি খড়্গপুরে এই পদে আবেদন করতে হলে প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে Jobs বিভাগে প্রবেশ করতে হবে। এরপর Temporary Position সেকশনে ক্লিক করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকেই সরাসরি অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যায়। মনে রাখবেন, ১৬ ডিসেম্বর হল আবেদন করার শেষ দিন। যোগ্যতা, শর্তাবলি, প্রকল্পের বিবরণসহ সমস্ত তথ্য জানতে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে দেখে নেওয়া উপযুক্ত।

মিলবে এককালীন ৭৫,000 টাকা! দারুণ স্কলারশিপ দিচ্ছে Colgate

উচ্চ শিক্ষার পথে আর্থিক বাধা যাতে না আসে, সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বেশ কয়েকটি প্রাইভেট সংস্থাও স্কলারশিপ দিয়ে থাকে। সেই তালিকায় অন্যতম হল কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ (Colgate Keep India Smiling Scholarship)। এই স্কলারশিপের আওতায় ছাত্র-ছাত্রীরা এককালীন ৭৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেতে পারেন। ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৫ ডিসেম্বরই আবেদন করার শেষ দিন। কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে এবং আবেদন করার পুরো প্রক্রিয়া জানতে চাইলে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়ে নিন।

কী এই কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ? (Colgate Colgate Keep India Smiling Scholarship)

বলে রাখা ভাল, কোলগেট পামোলিভ লিমিটেডের উদ্যোগেই এই ‘কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ’ দেওয়া হয়, যার উদ্দেশ্য যোগ্য ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে পাশে থাকা যাতে তারা স্বপ্নের উচ্চশিক্ষার পথে আরও একধাপ এগোতে পারেন। বিশেষ করে যারা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (BDS) বা মাস্টার অফ ডেন্টাল সার্জারি (MDS) কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্যই এই স্কলারশিপটি তৈরি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা এককালীন ৭৫,০০০ টাকা স্টাইপেন্ড পান, যা পড়াশোনার খরচ সামলাতে বড় সাহায্য করে।

আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে?

এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে সেগুলি হল—

  • ডেন্টাল সার্জারিতে ব্যাচেলর কোর্সের যে কোনও বর্ষে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীকে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৬৫% নম্বর পেতে হবে।
  • আবেদনের জন্য দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শেষ সেমিস্টারের কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে যে কোনও স্বীকৃত সরকারি বা বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।
  • শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এখানে আবেদন করতে পারবে।

কীভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে Buddy4Study–এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হয়। খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই আবেদন করা যাবে। প্রথমে Buddy4Study–এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং “Colgate Keep India Smiling Scholarship 2025-26” সার্চ করে বের করুন। তারপর “Apply Now” বাটনে ক্লিক করুন। আপনি যদি প্রথমবারের আবেদনকারী হন, তাহলে আগে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিন, এরপর নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে আবেদনপত্রে নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন। সবশেষে একবার ভালো করে দেখে নিন, তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

কী কী ডকুমেন্ট লাগবে

এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়, যা আবেদনকারীর যোগ্যতা ও তথ্য যাচাই করতে ব্যবহৃত হয়। সাধারণত যে কাগজপত্রগুলো চাই করা হয়, সেগুলো হল—

  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র
  • পরবর্তী ক্লাসে ভর্তির প্রমাণপত্র বা অ্যাডমিশন লেটার
  • চলতি শিক্ষাবর্ষের ফি-এর রশিদ
  • আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস
  • আগের পরীক্ষার মার্কশিট
  • প্রতিবন্ধী হলে সংশ্লিষ্ট ডিসএবিলিটি সার্টিফিকেট

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

ভোটার লিস্ট ২০২৫ PDF: পশ্চিমবঙ্গের সব জেলার ভোটার তথ্য অনলাইনে

West Bengal Voter List 2025: ২০২৫ সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এখন অনলাইনে গিয়ে সহজেই দেখতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। ইলেকশন কমিশনের তরফে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। যেসব বিধানসভা কেন্দ্রে ২০০২ সালের তালিকা পাওয়া যায়নি, সেখানে সংশ্লিষ্ট বুথের ২০০৩ সালের ভোটার তালিকা এখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাই ভোটারেরা চাইলে এখনই অনলাইনে গিয়ে নিজের তথ্য যাচাই করতে পারবেন।

পুজোর পর পরই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে SIR, এর ফলে বাদ যেতে পারে ভুয়ো ভোটার থেকে শুরু করে মৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে। এছাড়াও দিতে হবে ভোটারদের জন্মের কিংবা বসবাসের প্রমাণপত্রের নথি। ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে, লাগবে না কোনো অতিরিক্ত নথি। নিচে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক দেওয়া হয়েছে, সেখান থেকে সহজেই ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।

West Bengal 2002 Voter List Download Direct Link

ক্রমিক নংজেলার নামডাউনলোড লিংক
বাঁকুড়াDownload
বীরভূমDownload
কোচবিহারDownload
দক্ষিণ চব্বিশ পরগনাDownload
দার্জিলিংDownload
হুগলিDownload
হাওড়াDownload
জলপাইগুড়িDownload
ঝাড়গ্রামDownload
১০কলকাতা উত্তরDownload
১১মালদাDownload
১২মুর্শিদাবাদDownload
১৩নদীয়াDownload
১৪উত্তর চব্বিশ পরগনাDownload
১৫পূর্ব বর্ধমানDownload
১৬পূর্ব মেদিনীপুরDownload
১৭পশ্চিম মেদিনীপুরDownload
১৮পুরুলিয়াDownload
১৯উত্তর দিনাজপুরDownload
২০দক্ষিণ দিনাজপুরDownload
২১কলকাতা দক্ষিণDownload

পশ্চিমবঙ্গের ভোটার ২০২৫ লিস্ট এখন সহজেই ডাউনলোড করা যাবে। কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি লিস্টে নিজের নাম, অভিভাবকের নাম, বাড়ির নং, লিঙ্গ ও বয়সের তথ্য দেখে নিতে পারবেন। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিজের তথ্য যাচাই করতে পারবেন।

West Bengal 2025 Voter List Download 

১) প্রথমে CEO West Bengal-এর অফিসিয়াল পোর্টালে যান। নিচের লিংকে ক্লিক করে সরাসরি Voter List 2025 ডাউনলোড করা যাবে।
২) হোম পেজে “Electors” লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে “Download Electoral Roll” এর নিচে থাকা “Electoral Roll” এ ক্লিক করুন।
৪) এরপর আপনার জেলা, বিধানসভা ইত্যাদি তথ্য উল্লেখ করুন এবং নিচে প্রদত্ত ক্যাপচার কোড লিখুন।
৫) ভোট কেন্দ্র নির্বাচন করে পাশে থাকা Select বক্সে টিক মার্ক করুন এবং “Download PDF” এ ক্লিক করুন।
৬) এবার ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। খুঁজে নিন আপনার এবং পরিবারের সদস্যদের নাম আছে কিনা।

West Bengal 2025 Voter List Download Link:- Download Now

দক্ষিণবঙ্গের ৬ জেলায় জোরদার শীত, আজকের আবহাওয়া দেখে নিন

জাঁকিয়ে শীত কবে নামবে—এই প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। মেঘলা আকাশ, মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি আর কম ঠান্ডায় বিরক্ত অনেকেই। তার ওপর ঘূর্ণিঝড়, নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত যেন শীতের দুয়ারেই তালা লাগিয়ে রেখেছিল। তবে হাওয়া অফিসের শেষ খবর বলছে, আর দেরি নেই। আজ বুধবার থেকেই আবহাওয়ার বদল শুরু হবে বাংলায়। কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জায়গায় হু হু করে নামতে শুরু করবে পারদ। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে!

দক্ষিণবঙ্গের আবহাওয়া (আজকের আবহাওয়া)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা আগে বললে, পুরুলিয়া থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং ঝাড়গ্রাম—সব জেলাতেই এখন ভালই ঠান্ডা ভাব টের পাওয়া যাচ্ছে। আগামী দিনে এই শীত আরও একটু জাঁকিয়ে বসবে। তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আইএমডি কলকাতা স্পষ্ট জানিয়েছে, আগামী চার দিনে রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি কমতে পারে।

এ ছাড়া আগামী এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি কমে যেতে পারে। বিশেষ করে কলকাতায় পারদ নেমে ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে, আর হাওড়ায় তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে পুরো সপ্তাহ জুড়ে। অর্থাৎ, এ বার সত্যিই শীত তার আসল রূপে ফিরতে চলেছে!

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো পাহাড়-তরাই মিলিয়ে থাকা জেলাগুলোতে আজ থেকেই বেশ ভালো ঠান্ডা অনুভব করা যাবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী চার দিনের মধ্যেই উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি রাজ্যের প্রায় সব জেলাতেই সকালে এক-দুটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই কুয়াশার কারণে সকালবেলার দৃশ্যমানতা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম থাকবে—তাই রাস্তায় বেরোলে একটু সাবধানে থাকা ভাল।

শীতে ত্বককে শিশিরের মতো সতেজ রাখার সহজ উপায়

0

শীতকালে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। ঠান্ডা বাতাস আর ঘরের হিটিং সিস্টেম ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা দ্রুত শুষে নেয়। এই সময় ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করা সাধারণ হলেও, বডি অয়েল (Body Oil) ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য সবচেয়ে কার্যকর। এটি শুধু ত্বকের গভীরে পুষ্টি দেয় না, বরং ত্বকের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে।

কেন শীতকালে Body Oil সেরা?

শীতকালে Body Oil ব্যবহার করা অত্যন্ত উপকারী, কারণ এটি ত্বককে নরম, মসৃণ ও সতেজ রাখে। নিচে প্রধান কিছু কারণ তুলে ধরা হলো:

১. আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা: ময়েশ্চারাইজার শুধু আর্দ্রতা যোগ করে। কিন্তু বডি অয়েল সেই আর্দ্রতাকে ত্বকের ভেতরে আটকে রাখে, জলের কণাগুলো বাষ্পীভূত হতে দেয় না।

২. দীর্ঘস্থায়ী কোমলতা: তেলের উপাদানগুলি লোশনের চেয়ে ঘন ও ভারী হওয়ায় শীতের রুক্ষতা থেকে ত্বককে দীর্ঘ সময় ধরে রক্ষা করে। একবার ব্যবহার করলে বারবার লোশন লাগানোর প্রয়োজন কমে যায়।

৩. প্রাকৃতিক উজ্জ্বলতা: বডি অয়েল ত্বককে স্বাস্থ্যকর ও মসৃণ ভাব দেয়। যা শুষ্ক শীতে বিশেষভাবে প্রয়োজনীয়।

৪. সংবেদনশীল ত্বকের জন্য উপকারী: অনেক বডি অয়েলে অ্যালকোহল বা কৃত্রিম সুগন্ধি নেই, তাই সংবেদনশীল ত্বকের জন্য এটি আদর্শ।

বডি অয়েল মাখার সঠিক উপায় কী?

প্রথম ধাপ: ত্বক সামান্য ভেজা রাখুন
স্নানের পরে তোয়ালে দিয়ে পুরোপুরি শুকনো করবেন না। ত্বক যদি সামান্য ভেজা বা ড্যাম্প থাকে, তখনই তেল মাখার সেরা সময়। ভেজা ত্বক তেলকে জলের সঙ্গে মিশে ত্বকের গভীরে পৌঁছাতে সাহায্য করে এবং দ্রুত শোষিত হয়।

দ্বিতীয় ধাপ: মালিশ করার সঠিক প্রক্রিয়া
হাতে অল্প পরিমাণ তেল নিয়ে দুই হাতের মাঝে ঘষে উষ্ণ করুন। এতে তেলের শোষণ দ্রুত হয়। এরপর আলতোভাবে Circular Motion-এ সারা শরীরে তেল মালিশ করুন। বিশেষভাবে শুষ্ক অংশ যেমন কনুই ও হাঁটুতে বেশি তেল দিন। তেল মাখার পর কয়েক মিনিট অপেক্ষা করুন, যাতে ত্বক পুরোপুরি শোষণ করতে পারে।

বিশেষ টিপস:-

  • স্নানের সময় ব্যবহার: যদি আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়, তবে আপনি স্নানের শেষে জল ঢালার আগে অল্প তেল সারা শরীরে মেখে নিতে পারেন। এটি একটি হালকা আর্দ্রতার স্তর তৈরি করবে।
  • রাতের যত্ন: রাতে শুতে যাওয়ার আগে অয়েল মাখতে পারেন। সারারাত তেল আপনার ত্বকে কাজ করবে এবং সকালে আপনি নরম ত্বক পাবেন।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!