Mamata Banerjee on SIR: পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ খবর—আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর, তবে রাজ্য সরকার সেই পর্যন্ত অপেক্ষা না করে ব্লকভিত্তিক শিবির করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি বুধবার মালদহের গাজল থেকে এক জনসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রস্তুতির এই পদক্ষেপ ভোটারদের জন্য সুবিধা নিশ্চিত করবে এবং সংশোধন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।
কী বললেন মুখ্যমন্ত্রী? (Mamata Banerjee on SIR)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১২ ডিসেম্বর থেকে রাজ্যের ব্লকগুলিতে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প শুরু হবে, যেখানে ভোটাররা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে পারবেন। এই কাজে দলের কর্মীরা সর্বত্র সহযোগিতা করবেন, পাশাপাশি প্রশাসনিক সহায়তাও পাওয়া যাবে। জানা গেছে, পরামর্শদাতা সংস্থার সমীক্ষা অনুযায়ী কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তার তথ্য হাতে আছে, এবং সেই অনুযায়ী নাম পুনরায় অন্তর্ভুক্ত করার পুরো প্রস্তুতিও তৃণমূল দলের পক্ষ থেকে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়া রাজ্যজুড়ে ১২ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার স্পষ্টভাবে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি হতে দেবেন না। বৃহস্পতিবার সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে তার কর্মসূচি রয়েছে। এছাড়া এসআইআর প্রক্রিয়ার সময় মানুষের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এসব করা হচ্ছে। তবে কোনওভাবেই বিজেপি এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলায় সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন। সবথেকে বড় কথা, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘ছারপোকা’ হিসেবে কটাক্ষ করেছেন।
হতে পারে নতুন প্রকল্প
গাজলের সভা থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ভোটের আগে তিনি নতুন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন। সেই সূত্রে লক্ষ্মীর ভান্ডারের কথাও তিনি বলেছেন। তারপর মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী দিন হয়তো আরও কোনও প্রকল্প আসতে পারে। সেটার জন্য আলোচনা করছি। ২০২১ সাল থেকে আগামী ভোট পর্যন্ত সময় ধরলে লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি সাধারণ শ্রেণীর মহিলারা ৬০ হাজার টাকা পেয়েছে আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা ৭৫ হাজার টাকা পেয়েছে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
