স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে আবারও ধাক্কা—ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ(SSC) প্রক্রিয়ায় আরও ৩০১ জন প্রার্থীর নাম বাতিল করা হয়েছে। সম্প্রতি নথি যাচাই-বাছাইয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় কমিশন এই বড় পদক্ষেপ নিয়েছে। ফলে বাতিলের সংখ্যা আরও বাড়ল।
শিক্ষাগত যোগ্যতায় ভুল তথ্য (SSC)
শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ভুয়ো জাতিগত শংসাপত্র—এমন একাধিক ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগেই একের পর এক প্রার্থীর চাকরি বাতিল করছে এসএসসি। যাচাই-বাছাইয়ের পর নথিতে অসঙ্গতি ধরা পড়তেই কড়া অবস্থান নিয়েছে কমিশন।
চাকরি বাতিল এর সংখ্যা
এই তালিকায় চাকরি বাতিলের সংখ্যা সত্যিই উল্লেখযোগ্য। বিভিন্ন বিষয়ে নথি যাচাইয়ের পর এসএসসি যে সংখ্যক প্রার্থীর নাম বাদ দিয়েছে, তা হল—বাংলা থেকে ৩৩ জন, ইংরেজি থেকে ৭৩ জন, বাণিজ্য বিভাগ থেকে ৬৩ জন, রাষ্ট্রবিজ্ঞান থেকে সর্বাধিক ১২৪ জন, কম্পিউটার সায়েন্সে ৩৩ জন এবং ইতিহাসে ৮১ জন।
এর আগেই একই ধরনের ভুল তথ্য ও নথি জালিয়াতির অভিযোগে ১০৬ জন চাকরি প্রার্থীর নাম বাতিল করেছিল এসএসসি। আর সর্বশেষ পদক্ষেপ মিলিয়ে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪০৭ জনের নাম এখন পর্যন্ত বাতিল করেছে কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, ভেরিফিকেশন প্রক্রিয়াতেই এসব প্রার্থীর অসংগত নথি ও ভুল তথ্য জমা দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলে এসএসসি। নতুন করে যাচাই শুরু হওয়ার পরে দেখা যায়, ভুল তথ্য দেওয়ার কারণে এই প্রার্থীরা কাট-অফ মার্কসের কাছাকাছিও পৌঁছতে পারেননি। ফলে নিয়ম মেনেই একের পর এক নাম বাদ দিচ্ছে কমিশন, যাতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল থাকে। সেই কারণেই প্রার্থী পদ বাতিল করল স্কুল সার্ভিস কমিশন বলেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে এসএসসি।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
আইপিএলের পর আবারও ঝড় তুললেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫৮ বলে ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন তিনি। বৈভব ৬১ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল সাতটি ছয় এবং সাতটি চার। তার এই দুর্দান্ত ইনিংসে কলকাতার ইডেন গার্ডেনে পৃথ্বী শ-এর নেতৃত্বাধীন মহারাষ্ট্র দলের বিরুদ্ধে বিহার তিন উইকেটে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
🚨 Record Alert 🚨
Another feather in the cap for Vaibhav Sooryavanshi who becomes the youngest batter to score a century in #SMAT at the age of 14 years and 250 days 🫡
He achieved the feat with a scintillating 1⃣0⃣8⃣*(61) for Bihar against Maharashtra in Kolkata👏
এই সেঞ্চুরির মাধ্যমে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi) বিশ্বের প্রথম কিশোর হিসেবে মাত্র ১৪ বছর বয়সে তিনটি টি-টোয়েন্টি সেঞ্চুরি সম্পন্ন করেছেন। মাত্র ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরই এই কীর্তি, যা সত্যিই অসাধারণ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই তিনি তার প্রথম সেঞ্চুরি করেন, এবং এবার এই ইনিংসে তার ক্যারিয়ারে আরেকটি মাইলফলক যোগ হলো। মাত্র ১৪ বছর ২৫০ দিন বয়সে, বৈভব SMAT-এ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যানের খেতাবও নিজের করে নিলেন।
এই ফর্ম্যাটে বিহারের হয়ে এটি ছিল তার মাত্র পঞ্চম ম্যাচ। বৈভব এর আগে ২০২৫ সালের আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। এরপর এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সেঞ্চুরি করেন। এই ম্যাচে তার ১৪৪ রান টি-টোয়েন্টি ফর্ম্যাটে তার সর্বোচ্চ স্কোর হিসেবে রয়ে গেছে।
বৈভব পুরো ২০ ওভার ব্যাট করে (Vaibhav Suryavanshi)
মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে সূর্যবংশী ওপেনিং করেছিলেন এবং পুরো ২০ ওভার ব্যাটিং করেছেন। অন্যান্য ব্যাটসম্যানরা অনেকটা ধীরগতিতে খেলায়, যার কারণে বিহার ২০০ রানের মাইলফলকে পৌঁছাতে পারেনি। বৈভবের পরে আকাশ রাজ সর্বোচ্চ ২৬ রান করেন। রাজবর্ধন হাঙ্গার গেকার, জলজ সারেনা এবং আরশিন কুলকার্নির মতো বোলারদের বিরুদ্ধে এই চমকপ্রদ সেঞ্চুরি সম্পন্ন করেন তিনি।
বৈভবের রেকর্ড
২০২৫ সালের আইপিএল নিলামে বৈভব ইতিহাস তৈরি করেন, যখন মাত্র ১৩ বছর বয়সে তিনি আইপিএল চুক্তি পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠেন। রাজস্থান রয়্যালস তাকে ১.১ কোটি টাকায় কিনে নেয়। তিনি এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অংশ ছিলেন, যেখানে তিনি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। তিনি ২০২৪ সালে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছানো ভারতীয় দলেরও অংশ ছিলেন, ৪৪ গড়ে ১৭৬ রান করেছিলেন। সূর্যবংশীর নামে একটি ট্রিপল সেঞ্চুরি (অপরাজিত ৩৩২) রয়েছে, যা তিনি বিহারে অনূর্ধ্ব-১৯ রণধীর ডার্মা টুর্নামেন্টে করেছিলেন।
ROHAN, কলকাতা: বঙ্গোপসাগরে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বাংলাদেশ। জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ২০২৫ গত রবিবার সফলভাবে সমাপ্ত হয়েছে (Bangladesh Navy Exercise)। এই মহড়ার অংশ হিসেবে বঙ্গোপসাগরে দেশের নৌসেনারা সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং বিভিন্ন নৌযুদ্ধ কৌশল প্রদর্শন করেছে। এই বিষয়ে নৌবাহিনীই একটি বিবৃতি জারি করেছে, যেখানে বলা হয়েছে, “বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ২০২৫ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং নৌযুদ্ধ কৌশল প্রদর্শনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।”
পাঁচ দিনব্যাপী নৌমহড়া বাংলাদেশের (Bangladesh Navy Exercise)
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হোসেনের নেতৃত্বে বঙ্গোপসাগরে পাঁচ দিনের বাৎসরিক সামুদ্রিক নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে। ওপার বাংলার সংবাদমাধ্যম বিডি প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, এই যুদ্ধ মহড়া চাক্ষুষ করতে আমন্ত্রিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জলসম্পদ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
ওপার বাংলার নৌবাহিনীর মহড়ায় অন্তর্বর্তী সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি অংশ নিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর উঁচু পদাধিকারী সামরিক ও অসামরিক কর্মকর্তারা। প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিনব্যাপী এই যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, ওপিভি, করভেট, মিসাইল বোট, মাইন সুইপার, পেট্রোল ক্রাফটসহ একাধিক জাহাজ, নৌবাহিনীর মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট, সামরিক হেলিকপ্টার এবং স্পেশাল ফোর্স স্কোয়াড। এছাড়াও মহড়ায় অংশ নিয়েছিল বাংলাদেশ বিমানবাহিনী, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য মেরিটাইম সংস্থাগুলো।
বলা বাহুল্য, এই মহড়ার মধ্য দিয়েই বঙ্গোপসাগরের বুকে নৌ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বাংলাদেশ। প্রতিরক্ষা মহড়ার গুরুত্বপূর্ণ অংশ ছিল নৌবাহিনীর সেল্ডার লঞ্চ থেকে সার্ফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি-এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, UAV অপারেশন, এবং নৌকমান্ডোর সামরিক হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজারসহ নৌযুদ্ধের বিভিন্ন আধুনিক রণকৌশল প্রদর্শন। রবিবার নৌ মহড়া শেষে উপস্থিত অতিথিরা বাংলাদেশের সমুদ্র রক্ষায় নৌবাহিনীর ভূমিকা এবং দেশের অর্থনীতিতে তাদের সক্রিয় অবদানকে উচ্চ প্রশংসা করেছেন।
বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর 'বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫' সমাপ্ত
সফলভাবে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং বিভিন্ন রণকৌশল প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত হয়েছে। নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে অন্তবর্তীকালীন… pic.twitter.com/i6VjsVLVhr
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ ভিত্তিক ইয়ং প্রফেশনাল নিয়োগ সুযোগ প্রকাশিত হয়েছে(ICAR ATARI Recruitment)। সংশ্লিষ্ট সংস্থা প্রার্থীদের যোগ্যতা যাচাই ও নির্বাচন ইন্টারভিউয়ের মাধ্যমে করবে। আবেদনকারীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা, শর্তাবলি ও সময়সীমা অনুসারে আবেদন করতে পারবেন।
কলকাতায় রাষ্ট্রায়ত্ত সংস্থায় গবেষক পদে চাকরি (ICAR ATARI Recruitment)
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার Agricultural Technology Application Research Institute (ATARI)-তে এক বছরের চুক্তিভিত্তিক ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ করা হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোট শূন্যপদ: ১টি।
উল্লিখিত ইয়ং প্রফেশনাল পদে উদ্যানবিদ্যা, অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, প্লান্ট প্রোটেকশন বা সমতুল বিষয় স্নাতকোত্তর প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীর ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত অ্যাপ্লিকেশন ও ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তিতে কাজ চলবে।
আগ্রহী প্রার্থীদের একটি ফর্ম পূরণ করতে হবে এবং সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর, কলকাতার Agricultural Technology Application Research Institute (ATARI)-তে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যোগ্য প্রার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুলে গেছে। সংস্থার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই বহু চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছেন।
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে এজেন্ট পদে নিয়োগ
এজেন্ট পদে নিয়োগের জন্য দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড মাইনিং বিভাগে চুক্তিভিত্তিক একটি শূন্যপদ ঘোষণা করেছে। প্রথমে চাকরির মেয়াদ এক বছর হলেও, কাজের ভিত্তিতে পরে মেয়াদ বাড়তে পারে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৭৭ হাজার টাকা বেতন পাবেন। আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠানের মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ B.Tech বা B.E ডিগ্রি থাকা বাধ্যতামূলক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ওয়েবসাইটে (dpl.net.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৯ নভেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ২১ দিনের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এর ওয়েবসাইট থেকেই।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া রিফাইনারিতে শিক্ষানবিশ (Apprenticeship Recruitment) নেওয়া হচ্ছে। যেখানে মোট ২১৬টি শূন্যপদে প্রশিক্ষণের সুযোগ মিলবে। গণিত, বাণিজ্য, পদার্থবিদ্যা, রসায়ন বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে স্নাতকরা এই অ্যাপ্রেন্টিসশিপে আবেদন করতে পারবেন। পাশাপাশি কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং–এর ডিপ্লোমাধারীরাও সংশ্লিষ্ট বিভাগে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
হলদিয়ার তেল শোধনাগারে বড় নিয়োগ (Apprenticeship Recruitment)
পাশাপাশি দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরাও এই অ্যাপ্রেন্টিসশিপে আবেদন করতে পারবেন, যেখানে তাঁদের ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তবে বয়স অবশ্যই ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, আর যারা আগে অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা আর আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভাতা পাবেন এবং তাঁদের যোগ্যতা স্নাতক বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই যাচাই করা হবে।
আবেদনকারীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ১৮ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
রাজ্যজুড়ে তৈরি হওয়া SIR আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন। সেই পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (SIR Death In West Bengal) । ভোটার তালিকার নিবিড় পরিমার্জন চলাকালীন যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তার জেরে বাংলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এসব পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার আর্থিক সাহায্য দেবে। শুধু মৃতদের পরিবারই নয়, SIR আতঙ্কে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও সরকারি সহায়তা পাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কত টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার? (SIR Death In West Bengal)
মঙ্গলবার SIR আতঙ্কে মৃত ও আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বড় সিদ্ধান্ত। তিনি জানান, রাজ্যজুড়ে SIR–এর চাপে এখনও পর্যন্ত ৩৯ জন সাধারণ মানুষ বিভিন্ন কারণে প্রাণ হারিয়েছেন। যার মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে। তাঁদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে। এখানেই শেষ নয়—SIR–এর চাপে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি এবং ৩ জন BLO-সহ মোট ১৩ জনকে মুখ্যমন্ত্রী ১ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন।
বলাই বাহুল্য, SIR আতঙ্কে বিগত দিনগুলিতে রাজ্যে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে বলেই অভিযোগ শাসক শিবিরের। যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে বিরোধীদের। বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে, রাজ্যজুড়ে অসুস্থতাজনিত কারণে মৃতদের সাথে SIR এর প্রসঙ্গ জুড়ে দিচ্ছে তৃণমূল। তবে বিরোধীদের এমন দাবি উড়িয়ে দিয়েই নিজেদের বক্তব্যে অনড় থেকেছে ঘাসফুল শিবির। আর এসবের মাঝেই এবার রাজ্যজুড়ে SIR আবহ চলাকালীন মৃতদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, SIR প্রক্রিয়ার চাপ বাংলায় যে কতটা গভীর ক্ষতি ডেকে এনেছে, তার প্রমাণ মিলেছে বুথ লেভেল অফিসারদের মধ্যেও। কাজের বাড়তি চাপ সামলাতে গিয়ে এখনও পর্যন্ত ৪ জন BLO–র মৃত্যুর খবর সামনে এসেছে। তৃণমূলের অভিযোগ, অতিরিক্ত চাপ ও মানসিক যন্ত্রণার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মৃতদের মধ্যে দু’জনের পরিবারকে ইতিমধ্যেই ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, আর বাকি পরিবারগুলির কাছেও খুব শীঘ্রই সরকারি সাহায্য পৌঁছে যাবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
সমস্ত স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য এলো দারুণ সুখবর! ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য টাটা স্কলারশিপ (TATA Pankh Scholarship)-এর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত সংস্থা টাটা গ্রুপ প্রতিবছর এই স্কলারশিপের মাধ্যমে অসংখ্য মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীকে পড়াশোনার সুযোগ করে দেয়। কোন ক্লাসের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে? কী কী কাগজপত্র লাগবে? আবেদন করার নিয়ম কী?—সবকিছু সহজভাবে জানার জন্য নিচে দেওয়া থাকবে আবেদনের সরাসরি লিংক, যাতে ছাত্রছাত্রীরা ঝামেলা ছাড়াই আবেদন করতে পারে।
টাটা স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship 2025-26)
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ প্রোগ্রাম–এর মূল উদ্দেশ্য হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ আন্ডারগ্রাজুয়েট কোর্সে পড়া কলেজ স্টুডেন্টদের আর্থিকভাবে সাপোর্ট করা, যাতে তারা কোনও বাধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং নিজের স্বপ্নপূরণের পথে এগোতে পারে। এই স্কিমের আওতায় যোগ্য ছাত্রছাত্রীরা ১০,000 থেকে ১২,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে, যা তাদের পড়াশোনার খরচ অনেকটাই হালকা করে দেবে।
বিষয়
তথ্য
বৃত্তির নাম
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ
বৃত্তির ধরন
প্রাইভেট স্কলারশিপ (CSR)
সংস্থা
টাটা ক্যাপিটাল লিমিটেড (টাটা গ্রুপ)
যোগ্য কোর্স
ক্লাস 11-12, UG কলেজ পড়ুয়া, ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা
মার্কস প্রয়োজন
আগের পরীক্ষায় ৬০% বা সমতুল্য গ্রেড
আবেদন মোড
অনলাইন পোর্টাল
টাটা স্কলারশিপ আবেদন যোগ্যতা
প্রথমত, আবেদনকারী ছাত্রছাত্রী এবং তার পরিবারকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি হওয়া চলবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে কোনও সরকারি বা বেসরকারি স্কুল, কলেজ বা সরকার-স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই সকল শর্ত পূরণ করলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
টাটা স্কলারশিপ পরিমাণ এবং সুবিধা
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচের জন্য টিউশন ফি বা কলেজ ফি-এর ৮০% পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। এর পাশাপাশি শুধুমাত্র আর্থিক সহায়তাই নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা ও ক্যারিয়ার মেন্টরশিপের বিশেষ সুবিধাও দেওয়া হবে। ফলে যোগ্য শিক্ষার্থীরা শুধু পড়াশোনাই চালিয়ে যেতে পারবে না, বরং ভবিষ্যৎ ক্যারিয়ারের দিক নির্দেশনাও পাবে টাটা গ্রুপের পক্ষ থেকে।
ক্লাস বা কোর্স
স্কলারশিপের পরিমাণ
মাধ্যমিক পাশ একাদশ এবং দ্বাদশ শ্রেণী
১০০০০ টাকা
সাধারণ কলেজ পড়ুয়া ও ডিপ্লোমা ছাত্র ছাত্রীরা
১২০০০ টাকা
প্রফেশনাল গ্রাজুয়েশন এবং পোস্ট গ্যাজুয়েশন
এক লক্ষ টাকা পর্যন্ত
আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে (Documents)
আগের পরীক্ষার মার্কশীট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড।
টিউশন ফি পেমেন্ট রশিদ বা কোন একাডেমিক সার্টিফিকেট, স্কুল বা কলেজের আইডি কার্ড।
কোন সরকারি ফটো আইডি প্রুফ যেমন, আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড।
বাৎসরিক আয়ের সংস্থাপত্র (ইনকাম সার্টিফিকেট)।
ছাত্র-ছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক পাসবুক।
রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
কিভাবে টাটা স্কলারশিপ আবেদন করবেন
নিচে আপনার দেওয়া তথ্যটি আরও সহজ, মানবিক এবং ধারাবাহিক এক প্যারাগ্রাফে সাজিয়ে দিলাম—
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে Buddy4Study পোর্টালের মাধ্যমে হবে। প্রথমে আপনাকে প্ল্যাটফর্মে একটি প্রোফাইল তৈরি করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন শেষে, নিজের কোর্স অনুযায়ী স্কলারশিপ ক্যাটাগরি নির্বাচন করতে হবে, যেমন ক্লাস ১১-১২ বা জেনারেল আন্ডারগ্রাজুয়েট কোর্স। এরপর “Apply Now” বাটনে ক্লিক করে আবেদনের জন্য সব একাডেমিক ডিটেলস, নাম, ঠিকানা, স্কুল বা কলেজের নাম এবং রোল নাম্বার পূরণ করতে হবে। ফর্ম পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো PDF ফরম্যাটে আপলোড করতে হবে। সব কিছু ঠিকভাবে আপলোড এবং পূরণের পর, অ্যাপ্লিকেশন ফর্ম একবার ভালো করে যাচাই করুন। কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে সংশোধন করুন, এবং সব ঠিক থাকলে শর্তাবলীর সঙ্গে একমত হয়ে ফাইনাল সাবমিশন করুন।
আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তারিখ
টাটা স্কলারশিপের আবেদন বর্তমানে শুরু হয়েছে এবং ২৬ শে ডিসেম্বর পর্যন্ত এর অনলাইন আবেদন চলবে জানানো হয়েছে।
সরকারি চাকরি খুঁজছেন? তাহলে সত্যিই দারুণ খবর রয়েছে আপনার জন্য। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) এবার বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (IOCL Recruitment 2025)। মোট ২৭৬৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে, আর সবচেয়ে ভালো দিক হল—উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনেই, আর চাকরি পেলে পাবেন আকর্ষণীয় বেতন, ভাতা ও আরও নানা সুযোগ-সুবিধা। তাই যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি সত্যিই বড় সুযোগ। বিস্তারিত জানার জন্য পুরো প্রতিবেদনটি দেখে নিন।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সংস্থাটি অ্যাপ্রেন্টিস পদে বড়সড় নিয়োগ করছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ২৭৬৫টি শূন্যপদ এবার পূরণ করা হবে। অর্থাৎ, চাকরিপ্রার্থীদের জন্য তৈরি হয়েছে সত্যিই একটি বিশাল সুযোগ, বিশেষ করে যারা সরকারি সংস্থায় স্থায়ী ভিত্তি তৈরি করতে চান।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে BA, BCom, BSc, ডিপ্লোমা, ITI বা দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। তবে কোন ট্রেডে আবেদন করছেন, তার উপর নির্ভর করেই শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হবে। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া ট্রেডভিত্তিক যোগ্যতার তালিকাটি দেখে নেওয়া জরুরি।
বয়স সীমা কত দরকার?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ থেকে ২৪ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
প্রথমে আইওসিএল-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
এরপর “Apprentice Recruitment 2025” অপশনটিতে ক্লিক করুন।
এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
নভেম্বরের শুরুতে যে দাপট নিয়ে ঠাণ্ডা (Weather Update) দক্ষিণবঙ্গে নেমে এসেছিল, ঘূর্ণিঝড়ের দাপটে সেই শীত যেন হাওয়া হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল, এবারের মতো শীত বুঝি শেষ! কিন্তু ডিসেম্বরের দোরগোড়ায় দাঁড়িয়েই ফিরল সেই বহুল প্রতীক্ষিত খবর। হাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ফের নামতে শুরু করবে পারদ, আর রাতের তাপমাত্রায় মিলবে স্পষ্ট শীতের ইঙ্গিত। শীতপ্রেমীরা যেই অপেক্ষায় ছিলেন, সেই শীতই নাকি এবার ধীরে ধীরে জাঁকিয়ে জায়গা করে নেবে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে সকাল–সন্ধ্যায় শিরশিরে হাওয়া বইবে, আর কয়েকদিনের মধ্যেই সকালের কুয়াশাও বাড়বে বলে পূর্বাভাস।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দেতোয়া। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। খুব শীঘ্রই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর কোনো প্রভাব বাংলায় পড়বে না। এবার শীত প্রেমীদের জন্য দুঃখের খবর পাওয়া গেল। জানা গিয়েছে ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রার গড় বেশি থাকতে পারে। তবে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও আশা নেই এ রাজ্যে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন বলছে, আজ মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক আর শীতল আবহাওয়া তৈরি থাকবে। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী চার দিন রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামার সম্ভাবনা রয়েছে, মানে পারদ যাবে স্বাভাবিকের নীচে। পশ্চিমের জেলাগুলোতেও ঠান্ডার আঁচ আরও স্পষ্ট হবে। উইকেন্ডে, অর্থাৎ শুক্র ও শনিবার কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমের জেলায় তা আরও কমে পৌঁছতে পারে ১১ ডিগ্রিতে। আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে, তবে ভোরবেলা ও রাতে বাড়বে কুয়াশার দাপট।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও থাকছে শীতের মনোরম আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই—সব জায়গাতেই শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। ভোরবেলা ও রাতে শীতের অনুভূতি মিললেও দিনের বেলায় ঠান্ডার দাপট কিছুটা কমবে। তাপমাত্রার ওঠানামার জেরে আগামী দু’-তিন দিন বেশ কয়েকটি এলাকায় কুয়াশা দেখা দেবে, বিশেষ করে ভোরের দিকে কুয়াশার মাত্রা থাকবে বেশি। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। তবে ভালো খবর হল—এতে বিপদ বা বড় কোনও দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হবে না।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!