রহান, কলকাতা: কিছুদিন আগেই ভারত সফর সেরে নিজের দেশ আর্জেন্টিনায় ফিরেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। তবে দেশে ফিরেই শান্তিতে থাকার সুযোগ পেলেন না এলএম১০। জানা যাচ্ছে, বড়সড় এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন মেসির বোন মারিয়া সল। ঘটনার পর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনার খবরে মেসির পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ, আর স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন ভক্তরাও।
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন (Lionel Messi)
Goal.com-এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার মায়ামিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারেন লিওনেল মেসির বোন মারিয়া সল। এই ভয়াবহ দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে মারিয়ার শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে এবং মেরুদণ্ডেও মারাত্মক চোট লেগেছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেসির পরিবার সূত্রে আরও জানা গেছে, মারিয়ার একটি কবজি পুরোপুরি পুড়ে গিয়েছে, গোড়ালি ভেঙেছে এবং মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর আপাতত তিনি বিপদমুক্ত হলেও, আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি—পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে মেসির বোনের।
দুর্ঘটনার কারণে ধাক্কা খেলো মারিয়ার ব্যক্তিগত জীবনও
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে বহুদিনের প্রেমিক হুলিয়ানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মেসির বোন মারিয়া সলের। কিন্তু বছর শেষের আগেই ঘটে যাওয়া এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার জেরে সেই বিয়ে আপাতত যে হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। মারিয়া পুরোপুরি সুস্থ হলে কবে নতুন করে বিয়ের তারিখ ঠিক হবে, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। অনেকের মতে, এই দুর্ঘটনা মারিয়ার ব্যক্তিগত জীবনে বড়সড় ধাক্কা দিয়েছে।
প্রসঙ্গত, আগামী জানুয়ারিতে বোনের বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল লিওনেল মেসির, এমনকি বিয়ের আগে অনুষ্ঠানের নানা আয়োজনেও তিনি নিজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ গাড়ি দুর্ঘটনায় বোন মারিয়ার গুরুতর আহত হওয়ার খবরে একেবারে ভেঙে পড়েছেন লিও। এখন বিয়ের আনন্দের বদলে মেসির দিন কাটছে শুধু বোন কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, সেই দুশ্চিন্তাতেই। আর্জেন্টাইন তারকার পরিবারজুড়েই আপাতত উদ্বেগ আর অপেক্ষার প্রহর।
