মাধ্যমিক ২০২৬ পরীক্ষার আগে বড়সড় বদলের পথে হাঁটল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik 2026)। খাতা মূল্যায়নের ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম, যার মূল লক্ষ্য ছাত্র-ছাত্রীদের আরও ন্যায্য সুবিধা দেওয়া। পর্ষদের দাবি, এই পরিবর্তনের ফলে মূল্যায়ন হবে আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত। আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক বোর্ড পরীক্ষা, তার আগেই পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষা মহল।
মাধ্যমিক খাতা মূল্যায়নে কী বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ?
WBBSE পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, এবছর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে আসছে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবার থেকে খাতার দ্বিতীয় পাতায় বড় আকারে কেজিংয়ের জায়গা রাখা হচ্ছে, যেখানে শিক্ষক-শিক্ষিকাদের প্রতিটি প্রশ্নের নম্বর আলাদা করে বিস্তারিতভাবে লিখতে হবে। অর্থাৎ, আগের মতো শুধু মোট নম্বর বসিয়ে দিলেই আর চলবে না। এতদিন খাতার প্রথম পাতায় ছোট জায়গায় কেজিং করা হত, সেই ব্যবস্থাই এবার বদলে যাচ্ছে। পর্ষদের মতে, এতে পরীক্ষার্থীরা কীভাবে কত নম্বর পেল তা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে, যদিও শিক্ষক সংগঠনগুলির আশঙ্কা—এই নিয়মে খাতা দেখার বাড়তি চাপ তৈরি হতে পারে।
নতুন নিয়মে কীভাবে নম্বর দেওয়া হবে? (Madhyamik 2026)
| এতদিন পর্যন্ত | নতুন নিয়মে |
|---|---|
| খাতার প্রথম পাতায় ছোট জায়গায় কেজিং করা হত। বহু প্রশ্নের ক্ষেত্রে একসঙ্গে মোট নম্বর বসিয়ে দেওয়া হত। | কেজিং হবে দ্বিতীয় পাতায় প্রতিটি প্রশ্ন বা উপ-প্রশ্ন অনুযায়ী ক, খ, গ আলাদা করে প্রাপ্ত নম্বর লিখতে হবে। |
ফলে, যেমন ১ নম্বরের ১০টি প্রশ্নের মধ্যে কোনও পরীক্ষার্থী ৮টি ঠিক করলে, সেটিও আলাদা করে উল্লেখ করতে হবে। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে বিভ্রান্তির সুযোগ কমবে, স্ক্রুটিনিও হবে সহজ।









