আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

মাধ্যমিক ২০২৬ পরীক্ষা পিছোবে? SIR আবহে রুটিন নিয়ে বড় আপডেট

Madhyamik 2026 Routine

JKNews24 Disk: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উঠে এল বড় প্রশ্ন—এ বছর কি পিছোতে পারে মাধ্যমিক পরীক্ষা? কারণ, রাজ্যে বিধানসভা ভোটের আগে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া (Madhyamik 2026 Routine)। ডিসেম্বরে SIR-এর খসড়া তালিকা প্রকাশ পেলেও, যাদের নাম বা তথ্য নিয়ে গরমিল রয়েছে তাঁদের শুনানি চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে, আর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ৪ ফেব্রুয়ারি। অথচ তার দু’দিন আগেই, অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা মাধ্যমিক পরীক্ষা। ফলে একই সময়ে ভোটার তালিকা সংশোধন ও বোর্ড পরীক্ষার চাপ পড়ায় শিক্ষক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—পরীক্ষার সূচিতে কি কোনও পরিবর্তন হতে পারে? এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কী বলছে, সেটাই জানবো আজকের প্রতিবেদনে।

মাধ্যমিক রুটিন ২০২৬ (Madhyamik 2026 Routine)

পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগেভাগে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করে দিয়েছে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন পরীক্ষার সময় থাকবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত। ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া চললেও, এখনই মাধ্যমিক পরীক্ষার রুটিনে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে পর্ষদ। কর্তৃপক্ষের মতে, মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই কোনওভাবেই যাতে এতে ব্যাঘাত না ঘটে, সেই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের উদ্দেশে পর্ষদের বার্তা—কোনও গুজবে কান না দিয়ে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যেতে হবে, কারণ ঠিক যেমন সূচি ঘোষণা হয়েছে, সেই অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে।

তারিখদিনবিষয়
২ ফেব্রুয়ারি, ২০২৬সোমবারপ্রথম ভাষা (বাংলা, ইংরেজি, হিন্দি ইত্যাদি)
৩ ফেব্রুয়ারি, ২০২৬মঙ্গলবারদ্বিতীয় ভাষা (ইংরেজি বা অন্য ভাষা)
৬ ফেব্রুয়ারি, ২০২৬শুক্রবারইতিহাস
৭ ফেব্রুয়ারি, ২০২৬শনিবারভূগোল
৯ ফেব্রুয়ারি, ২০২৬সোমবারগণিত
১০ ফেব্রুয়ারি, ২০২৬মঙ্গলবারভৌত বিজ্ঞান
১১ ফেব্রুয়ারি, ২০২৬বুধবারজীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি, ২০২৬বৃহস্পতিবারঐচ্ছিক বিষয়সমূহ

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now