মাধ্যমিক রেজাল্ট 2025: ২০২৫ সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে এতদিন ধরে যে কৌতূহল ছিল, এবার সেটার জবাব মিলল। অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) অফিসিয়াল নোটিশ প্রকাশ করে জানিয়েছে, এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ২রা মে ২০২৫ তারিখে।
সব খবর
প্রথমে সম্ভাবনা ছিল ৩০শে এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের, তবে সরকারি কর্মসূচির জন্য তা পিছিয়ে ২রা মে, নির্ধারণ করা হয়েছে। এই দিন থেকেই পরীক্ষার্থীরা মাধ্যমিক রোল নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। নিচে সমস্ত রেজাল্ট চেক করার লিংক দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। নোটিশ অনুযায়ী, আসন্ন ২রা মে সকাল ৯টায় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা হবে। এই প্রেস কনফারেন্সের পর, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট অনলাইনে দেখে নিতে পারবেন। রেজাল্ট দেখা যাবে পর্ষদের নোটিশে উল্লেখ করা সরকারি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস-এর মাধ্যমে।
সব খবর
মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কিভাবে দেখবেন?
২রা মে ২০২৫ মাধ্যমিক রেজাল্ট, সকাল ৯টা বেজে ৪৫মিনিট থেকে অনলাইনে চেক করা যাবে। এর জন্য প্রয়োজন হবে রোল নম্বর ও জন্মতারিখ। নিচে দেওয়া লিংকগুলির মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন।
মাধ্যমিক রেজাল্ট চেক লিংক:
- https://www.wbbse.wb.gov.in
- https://www.results.shiksha
- www.result.wbbsedata.com
- https://fastresult.in
- https://wb10.abplive.com
- https://www.indiaresults.com
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |