মা-মেয়েকে কুপিয়েছে গৃহকর্মী? দেখুন সিসিটিভি ফুটেজ

রহান, কলকাতা: রাজধানীর মোহাম্মদপুরে এক চাঞ্চল্যকর ঘটনার মধ্যে মা-মেয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন (Mother and daughter hacked to death)। পুলিশ এই ঘটনায় আয়েশা নামের এক তরুণীকে সন্দেহ করছে। জানা গেছে, ওই তরুণী মাত্র চার দিন আগে অস্থায়ী গৃহকর্মী হিসেবে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিজাদের বাসায় কাজ শুরু করেছিলেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বোরকা পরে কাজে এসেছিলেন তিনি, দেড় ঘণ্টা পর বের হওয়ার সময় স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যান। পুলিশ জানিয়েছে, তদন্তের পরই ঘটনার আসল কারণ উদঘাটিত হবে।

Mother and daughter hacked to death

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার সকাল ৭টা ৫২ মিনিটে গৃহকর্মী আয়েশা কালো বোরকা পরে বাড়িতে প্রবেশ করেন। এরপর সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি বের হন, তখন গায়ে ছিল স্কুল ড্রেস। জানা গেছে, আয়েশা ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। মা ও মেয়ের পরিবারের কাছে তার সম্পর্কে এর চেয়ে বেশি কোনো তথ্য নেই।

নাফিজার বাবা এ জেড আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে তিনি প্রায় ১৩ বছর ধরে ওই বাসায় বসবাস করে আসছিলেন। তাদের গ্রামের বাড়ি নাটোর। সোমবার সকালে তিনি নিয়ম মতো ৭টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরীক্ষা চলমান থাকায় বাসায় ফেরেন তাড়াতাড়ি। ১১টার পরে বাসায় এসে প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ দেখেন। এরপর রান্নাঘরে গিয়ে দেখেন তার স্ত্রীও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মা ও মেয়েকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে গৃহপরিচারিকাকে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত নয়। সকালে গৃহকর্তা আজিজুল ইসলাম কাজের জন্য বাসা থেকে বের হন। দুপুর ১১টার দিকে বাসায় ফেরার পর তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নাফিজাকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসার আগেই তার মৃত্যু ঘটে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -