বেজে গেল যুদ্ধের দামামা? পাকিস্তানে দমবন্ধ অবস্থা ভারতের ড্রোন হামলার পর বৃহস্পতিবার সকালে যেন আচমকাই কেঁপে উঠল পাকিস্তান! ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জেরে neighboring দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য। একসঙ্গে পাকিস্তানের অন্তত ১৫টি জায়গায় ড্রোন হামলা চালায় ভারত। আর এখানেই বড় প্রশ্ন—পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় গেল? কারণ এই হামলাগুলিকে ঠেকাতে কার্যত সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা।
ভারতের এমন কীর্তির পর পাকিস্তানও দুঃসাহস দেখানোর চেষ্টা করে। বৃহস্পতিবার রাত নামতেই পাকিস্তানের তরফে জম্মু, জয়সলমের সহ কয়েকটি জায়গা লক্ষ্য করে ড্রোন, মিসাইল অ্যাটাক করা হয়। পাশাপাশি পাকিস্তানি ফাইটার জেট জেএফ-১৭ ও ভারতের সীমা অতিক্রম করে।
তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মতো দুর্বল ছিল না। এস-৪০০ এর তীক্ষ্ণ নজর ও কার্যকারিতার জোরে পাকিস্তানের পাঠানো ড্রোন ও মিসাইল হামলা সফলভাবে প্রতিহত করা হয়। শুধু তাই নয়, আকাশে ঢুকে পড়া পাকিস্তানের দুটি জেএফ-১৭ ফাইটার জেটও গুঁড়িয়ে দেওয়া হয়। মিডিয়া রিপোর্ট বলছে, এই অভিযানের সময় এক পাকিস্তানি পাইলট ভারতের হাতে ধরা পড়েছেন।
অন্যদিকে এবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে—খবর মিলছে যে ভারতের শক্তিশালী যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস ভিক্রান্ত এবার অ্যাকশনে নেমেছে। বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেছে, করাচি বন্দরে পাল্টা অভিযান চালিয়েছে ভিক্রান্ত। আর এই অভিযানের ফলে পাকিস্তানে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় নৌসেনা এবার করাচি ও ওরমার বন্দরে হামলা চালিয়েছে। এই দুই বন্দরের মধ্যে পাকিস্তানি নৌবাহিনীর প্রধান অফিস রয়েছে, আর ভারত সেখানেই আক্রমণ করে পাকিস্তানের বড়সড় ক্ষতি করেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |