Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...
HomeপাঁচমিশালিThumbPay লঞ্চ: আঙুল দিলেই পেমেন্ট, মোবাইল-QR কোডের ঝামেলা শেষ

ThumbPay লঞ্চ: আঙুল দিলেই পেমেন্ট, মোবাইল-QR কোডের ঝামেলা শেষ

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

ThumbPay: বর্তমান সময়ে দোকান, রেস্তোরাঁ কিংবা পেট্রোল পাম্পে ইউপিআই পেমেন্ট করতে স্মার্টফোন বের করে কিউআর কোড স্ক্যান করা আমাদের নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যাদের কাছে স্মার্টফোন নেই বা কিউআর কোড ব্যবহার করতে অসুবিধা হয়, তাদের জন্য আসছে দারুণ খবর। ভারতীয় স্টার্ট-আপ সংস্থা Proxgy নিয়ে আসছে নতুন পেমেন্ট ডিভাইস ThumbPay, যেখানে মোবাইল বা কিউআর কোডের কোনো ঝামেলাই নেই—শুধু আঙুলের ছাপ দিলেই মুহূর্তে হয়ে যাবে পেমেন্ট।

কীভাবে কাজ করবে এই ThumbPay?

আসলে ThumbPay কাজ করবে আধার অথেনটিকেশন আর ইউপিআই সিস্টেমের ওপর নির্ভর করে। ব্যবহারকারীর শুধু ডিভাইসের ওপর আঙুল রাখতে হবে, এরপর আধার-এনেবেল্ড পেমেন্ট সিস্টেম আঙুলের ছাপ যাচাই করবে। যাচাই হয়ে গেলেই স্বয়ংক্রিয়ভাবে ইউপিআই-এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ এখানে মোবাইল ফোন, কিউআর কোড বা ডেবিট-ক্রেডিট কার্ড—কিছুই প্রয়োজন হবে না।

তবে Proxgy জানিয়েছে, ThumbPay ডিভাইসে একটি সার্টিফায়েড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে এবং একটি ফ্রড ডিটেকশন সিস্টেম থাকবে। এছাড়া অতিরিক্ত সুরক্ষার জন্য একটি ছোট ক্যামেরা দেওয়া হচ্ছে। ব্যবহার শেষে UV স্টেরিলাইজেশন সিস্টেম আঙুল রাখার জায়গা জীবাণুমুক্তও করে দেবে।

শুধু আঙুল এই নয়, থাকছে আরও সুবিধা

প্রসঙ্গত, ThumbPay শুধু আঙুলের ছাপেই সীমাবদ্ধ নয়, এতে থাকছে আরও কিছু আধুনিক ফিচার। যেমন কিউআর কোড পেমেন্ট সাপোর্ট, এনএফসি পেমেন্ট, ইউপিআই ও সাউন্ড বক্স সাপোর্ট। পাশাপাশি ওয়াইফাই আর 4G কানেক্টিভিটিও দেওয়া হয়েছে। ফলে বড় বড় শোরুম থেকে শুরু করে ছোট দোকান পর্যন্ত—সব জায়গাতেই সহজে ব্যবহার করা যাবে এই নতুন পেমেন্ট সিস্টেম।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

দাম কত এর?

এখনও পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ যা খবর, এই ডিভাইসটির দাম মোটামুটি 2000 টাকার মধ্যে। ব্যাটারিতেই চলবে এটি। তাই বিদ্যুৎ না থাকলেও দোকানদাররা ব্যবহার করতে পারবে। তবে কোম্পানি দাবি করছে, ThumbPay ইতিমধ্যেই পাইলট ট্রায়াল সফল করে ফেলেছে। আর এখন UIDAI ও NPCI এর সিকিউরিটি কমপ্লায়েন্স চেক চলছে। সবুজ সংকেত মিললেই চালু হবে এই ডিভাইস।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -