আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

রতন টাটা কে? বাংলায় জানুন রতন টাটার সম্পূর্ণ জীবনী

Updated On:
Ratan Tata Biography in Bengali

সামিউন খাতুন, কলকাতাঃ ২০২৪ সালে ভারত হারিয়েছে বহু মহীয়সী ব্যক্তিত্বকে, যার মধ্যে অন্যতম ছিলেন রতন টাটা (Ratan Tata Biography in Bengali)। বিশ্বজুড়ে ছিল তাঁর খ্যাতি। কিন্তু বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় কখনও নাম রাখেননি রতন টাটা। টাটা গোষ্ঠীর নেট বাজারমূল্য যেখানে ১০ হাজার কোটি ডলারেরও বেশি, সেখানে রতন টাটার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৭ হাজার ৯০০ কোটি টাকা। কারণ, তিনি সারাজীবন দান ও মানবসেবার মন্ত্রে বিশ্বাসী ছিলেন। টাটা গ্রুপের উপার্জনের একটি বড় অংশ শিক্ষা।

রতন টাটার জীবনী যেন এক সিনেমার গল্প। বাবা ছেড়ে যাওয়ার পর অসহায় মা ও ছোট ছেলের ভরণপোষণের দায়িত্ব নেন তাঁর দাদী। সেই ছোট্ট ছেলেটিই পরবর্তীতে পরিশ্রমের মাধ্যমে পারিবারিক প্রতিষ্ঠানে যোগ দেন একটি সাধারণ পদে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই তরুণই হয়ে ওঠেন টাটা গোষ্ঠীর প্রধান। তাঁর নেতৃত্বে একটি ছোট লোকাল কোম্পানি রূপ নেয় এক বিশাল আন্তর্জাতিক সংস্থায়। টানা ২১ বছরের অক্লান্ত পরিশ্রমে রতন টাটা টাটা গ্রুপের ব্যবসা ছড়িয়ে দেন পৃথিবীর ছয়টি মহাদেশের ১০০টিরও বেশি দেশে।

রতন টাটা কে ? Who is Ratan Tata ? 

রতন টাটা (Ratan Tata Biography in Bengali) ছিলেন একাধারে ভারতীয় শিল্পপতি, সমাজসেবী এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান। তিনি ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আবারও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। পাশাপাশি, টাটা ট্রাস্টের প্রধান হিসেবেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন। সমাজ ও দেশের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রতন টাটা ভারতের দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার — পদ্মভূষণ (২০০০) এবং পদ্মবিভূষণ (২০০৮) — লাভ করেন।

রতন টাটার জীবনী (Ratan Tata Biography in Bengali)

নাম (Name)রতন টাটা (Ratan Tata)
জন্ম (Born) ২৮ ডিসেম্বর ১৯৩৭ (28th December 1937) 
জন্মস্থান (Birthplace) সুরাট, ব্রিটিশ ভারত
পেশা (Occupation)টাটা ট্রাস্টটাটা সন্সসের চেয়ারম্যান
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনকর্নেল বিশ্ববিদ্যালয় হার্বাড বিজনেস স্কুল
পদবীটাটা সন্স অ্যান্ড টাটা গ্রুপ 
পুরস্কারপদ্মভূষণ (২০০০) পদ্মবিভূষণ (২০০৮) 

রতন টাটার জন্ম – Ratan Tata Birthday 

ভারতের অন্যতম সফল শিল্পপতি স্যার রতন টাটা ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার দত্তক পৌত্র এবং নেভাল টাটার পুত্র। তাঁর মায়ের নাম সুনি টাটা। রতন টাটার জীবনের শৈশবটা ছিল খুব একটা সহজ নয়। যখন তাঁর বয়স মাত্র দশ বছর, তখন বাবা-মা পৃথক হয়ে যান। বাবার দ্বিতীয় বিয়ের পর মা অসহায় অবস্থায় পড়ে যান, আর ছোট্ট রতন আশ্রয় পান ‘জে. এন. পেটিট পারসি’ নামের এক অনাথ আশ্রমে। সেখান থেকেই শুরু হয় তাঁর সংগ্রামী জীবনের পথচলা।

রতন টাটার শৈশবকাল – Ratan Tata Childhood

হিউম্যানস অফ বোম্বে,” নামক একটি জনপ্রিয় ফেসবুক পেজের সঙ্গে কথোপকথনে রতন টাটা জানিয়েছেন, রতন টাটা (Ratan Tata) এর শৈশব অনেক আনন্দের সঙ্গে কেটেছে। যদিও মা বাবার ডিভোর্স নিয়ে তাঁকে ও তাঁর দাদাকে অনেক টিটকারির সম্মুখীন হতে হয়েছিল। দাদির সঙ্গে বেড়ে ওঠার ফলে তাঁর দাদি তাঁকে জীবনের মূল্যবোধ শিখিয়েছিলেন।

আরও পড়ুনঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী, সাহিত্য ও সঙ্গীতের গল্প বিস্তারিত।

রতন টাটার শিক্ষাজীবন – Ratan Tata Education Life 

রতন টাটা ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। প্রথমে চ্যাম্পিয়ন স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি। এরপর মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং সিমলার বিশপ কটন স্কুলে পড়াশোনা চালিয়ে যান। ১৯৫৫ সালে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন রতন টাটা (Ratan Tata)। এরপর ১৯৫৯ সালে কর্নেল ইউনিভার্সিটি (Cornell University) থেকে আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, ১৯৭৫ সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন, যা তাঁর ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করে।

রতন টাটার ক্যারিয়ার – Ratan Tata Career

বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটার (Ratan Tata) কর্মজীবনের শুরুটা ছিল একেবারে সাধারণ চাকরি দিয়ে। পড়াশোনা শেষ করার পর তিনি যুক্তরাষ্ট্রের Jones and Emmons নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে কিছুদিন কাজ করেন। এরপর ১৯৬১ সালে টাটা গ্রুপে যোগ দিয়ে টাটা স্টিল-এ কর্মচারী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। সেখানে তাঁর প্রথম দায়িত্ব ছিল বিস্ফোরণ চুল্লি ও চুনাপাথর পরিচালনা করা— যা থেকে শুরু হয় তাঁর সংগ্রামের পথচলা। দীর্ঘ পরিশ্রম ও মেধার জোরে ১৯৯১ সালে তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হন এবং তাঁর নেতৃত্বে সংস্থাটি আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য অর্জন করে।

রতন টাটার টাটা গ্রুপে যোগদান – Ratan Tata Join Tata Group

১৯৯১ সালে জে আর ডি টাটা রতন টাটার মেধা পরিশ্রম ও মানসিকতার মূল্য দিতেই টাটা গ্রুপের চেয়ারম্যান পদে প্রতিষ্ঠিত করেন। ১৯৯১ সালেই রতন টাটা চেয়ারম্যান হয়ে টাটা গ্রুপের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করেন।

আরও পড়ুনঃ এ.পি.জে. আব্দুল কালাম এর জীবনী: একজন সাধারণ মানুষ থেকে ‘মিসাইল ম্যান’

26/11 হামলায় মানুষের পাশে রতন টাটা

২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার সময় শহরজুড়ে নেমে এসেছিল আতঙ্ক ও শোকের ছায়া। বহু মানুষ প্রাণ হারান, অনেকে আহত হন, এবং অনেক কর্মী চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। সেই ভয়াবহ সময়টিতে রতন টাটা (Ratan Tata) ছিলেন তাদের দৃঢ় আশ্রয়। তিনি শুধু অর্থনৈতিক সহায়তাই দেননি, ব্যক্তিগতভাবে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বাড়িতে গিয়ে সান্ত্বনা দিয়েছেন। তাঁর মানবিক উদ্যোগ ও সহমর্মিতা প্রমাণ করে, তিনি কেবল একজন সফল শিল্পপতি নন, বরং একজন সত্যিকারের মানবিক নেতা।

রতন টাটার পুরস্কার সমুহ 

রতন টাটা (Ratan Tata) ভারতের অন্যতম শ্রদ্ধেয় শিল্পপতি ও সমাজসেবী হিসেবে নিজের জীবন ও কাজের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০০০ সালে পদ্মভূষণ এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত এই কিংবদন্তি শুধু টাটা গ্রুপকেই নয়, গোটা দেশকেই গর্বিত করেছেন। তাঁর অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা প্রমাণ করে, ব্যবসার পাশাপাশি সমাজের উন্নয়নেও তাঁর অবদান অপরিসীম। রতন টাটা দেখিয়েছেন, ব্যবসা কেবল মুনাফার জন্য নয়—মানবতার সেবার মাধ্যমও হতে পারে। দৃঢ় সংকল্প, সততা, আর মানুষের কল্যাণে অটল মনোভাব—এই তিনের মেলবন্ধনেই তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের প্রেরণা ও পথপ্রদর্শক।

Q1, রতন টাটার কয়টি সন্তান?

রতন টাটা বিয়ে করেননি এবং তাঁর কোনও সন্তানও নেই। তাঁর মতোই তাঁর ভাই জিমি টাটাও অবিবাহিত। রতন টাটা ও জিমি টাটা — দুজনেই নাভাল টাটা ও সুনি কমিসারিয়াতের সন্তান। টাটা পরিবারের এই দুই ভাই দীর্ঘদিন ধরে টাটা গ্রুপের সুনাম ও উত্তরাধিকার রক্ষা করে আসছেন, যেখানে রতন টাটা বিশেষভাবে পরিচিত তাঁর মানবিকতা, নৈতিক ব্যবসা এবং সমাজসেবার জন্য।

Q2, রতন টাটার সম্পদের পরিমাণ কত?

ব্যক্তিগত বিনিয়োগের উদ্দেশ্যে রতন টাটা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এই সংস্থাটি, যার নাম RNT Associates। ভারতের ভেতরে ও বাইরে বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগ করার জন্য এটি ব্যবহৃত হয়। ২০২৩ অর্থবর্ষে প্রকাশিত আরএনটি অ্যাসোসিয়েটসের তথ্য অনুযায়ী, এই সংস্থার ১০০ শতাংশ মালিকানা রতন টাটার নিজের নামে রয়েছে। জানা গেছে, এখানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯৬.৯৬ কোটি টাকা

Q3, রতন টাটার পুরো নাম কী?

রতন টাটার পুরো নাম রতন নেভাল টাটা। তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর বম্বেতে (বর্তমান মুম্বাই)।

Samiun Khatun

Samiun Khatun একজন আগ্রহী সংবাদ লেখক, যিনি লাইফস্টাইল, স্বাস্থ্য, প্রযুক্তি ও দৈনন্দিন আপডেট নিয়ে লেখেন। সহজ ভাষায় পাঠকদের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া তার মূল লক্ষ্য। অবসরে তিনি নতুন বিষয় শিখতে ও তথ্যবহুল কনটেন্ট তৈরি করতে পছন্দ করেন।

Join WhatsApp

Join Now