কেরোসিনের দাম বৃদ্ধি: জুলাই মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা নিয়ে এসেছে কেন্দ্র সরকার। জ্বালানির দাম আবার বেড়ে গেছে। এবার রেশন দোকান থেকে কেরোসিন তেলও আগে থেকে অনেক বেশি দামে নিতে হবে। যদিও গত তিন মাসে লিটারে মিলিয়ে ১০ টাকা দাম কমানো হয়েছিল, এবার জুলাইয়ে একবারেই কেরোসিনের দাম ৪ টাকা বেড়ে গেল। এই নিয়ে আরও বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আজকের এই প্রতিবেদনেই।
Table of Contents
কেরোসিনের দাম বৃদ্ধি
একদিকে যখন মুদ্রাস্ফীতির মারে জেরবার দেশের আমজনতা, সেখানে কেরোসিন তেলের দাম বৃদ্ধি সকলের কাছে গোদের ওপর বিষফোঁড়ার সমান হয়ে দাঁড়িয়েছে। এই দাম বৃদ্ধির ফলে রেশন ডিলাররা সিঁদুরে মেঘ দেখছেন। অনেকের মতে, কেরোসিন তেলের এহেন দাম বৃদ্ধির ফলে অনেকেই আছেন যারা আর তেল কেনার আগ্রহ দেখাবেন না।
এই বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন কেরোসিন ডিলার সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অশোক গুপ্ত। তিনি জানান, দামবৃদ্ধির ফলে রেশনে কেরোসিন কেনার আগ্রহ কমবে। দাম কিছুদিন ধরে কমার ফলে কেরোসিনের বিক্রি কিছুটা বেড়েছিল। তবে এবার এই তেলের চাহিদা কমাতেই সরকার ইচ্ছাকৃতভাবে কেরোসিন তেল দাম বাড়িয়েছে। যাইহোক, এর আগে ৫৫ টাকা লিটারে কেরোসিন তেল মিলছিল। তবে এবার সেই দাম বেড়ে ৬০ টাকা করল কেন্দ্রের মোদী সরকার। এখন প্রশ্ন উঠছে, পেট্রোল ও ডিজেলেরও দাম বাড়াবে কেন্দ্র?
আজ পেট্রোল ও ডিজেলের রেট কত?
শহর | পেট্রোলের দাম (টাকা) | ডিজেলের দাম (টাকা) |
---|---|---|
নয়াদিল্লি | ৯৪.৭২ | ৮৭.৬২ |
মুম্বাই | ১০৪.২১ | ৯২.১৫ |
কলকাতা | ১০৫.৪১ | ৯২.০২ |
চেন্নাই | ১০০.৭৫ | ৯২.৩৪ |
আহমেদাবাদ | ৯৪.৪৯ | ৯০.১৭ |
বেঙ্গালুরু | ১০২.৯২ | ৮৯.০২ |
হায়দ্রাবাদ | ১০৭.৪৬ | ৯৫.৭০ |
লখনউ | ৯৪.৬৯ | ৮৭.৮০ |
পুনে | ১০৪.০৪ | ৯০.৫৭ |
চণ্ডীগড় | ৯৪.৩০ | ৮২.৪৫ |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |