Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

ই-শ্রম কার্ডে মিলবে মাসিক...

Pinky Khan,কলকাতা: দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র—দু’ই সরকারই...
Homeপাঁচমিশালিরিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশ: আজ থেকে বদল ৫টি গুরুত্বপূর্ণ ব্যাংক নিয়ম

রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশ: আজ থেকে বদল ৫টি গুরুত্বপূর্ণ ব্যাংক নিয়ম

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশ: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) নতুন একটি নিয়ম চালু করেছে, যা সাধারণ মানুষকে অনেক সুবিধা দেবে। দেশের অগ্রগতির পাশাপাশি সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ১২ জুন থেকে দেশের সব ব্যাংকে এই নতুন নিয়ম শুরু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা তাঁদের বন্ধ হয়ে যাওয়া পুরনো ব্যাংক একাউন্টও পুনরায় চালু করতে পারবেন, এমনকি দশ বছর বা তার বেশি পুরনো একাউন্টগুলোও রিকভার করার সুযোগ পাবেন!

নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে রিজার্ভ ব্যাংকের নির্দেশ

ভারতীয় ব্যাংকিং রুল অনুসারে, কোন অ্যাকাউন্ট ১০ বছর বা তার বেশি সময় ধরে ব্যবহার করা না হলে, সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এইভাবে কোন সঞ্চিত অর্থ যদি ১০ বছরের বেশি সময় ধরে ক্লেইম না করা হয়, তাহলেও সেটিকের দাবিহীন আমানত বা নিষ্ক্রিয় আমানত বলে মনে করা হয় ব্যাংকের তরফে।

সম্প্রতি রিজার্ভ ব্যাংক জানিয়েছে, যারা আগে বন্ধ হয়ে যাওয়া তাদের ব্যাংক একাউন্টগুলো আবার সক্রিয় করা যাবে। শুধু কিছু সহজ শর্ত মানলেই গ্রাহকরা পুরনো বন্ধ একাউন্টগুলো পুনরায় চালু করতে পারবেন। এটি অনেকের জন্য সত্যিই সুখবর। কারণ, অনেক সময় নিয়মিত লেনদেন না হওয়ার কারণে ব্যাংকের শাখাগুলো একাউন্টগুলো বন্ধ করে দেয়। এখন সেই একাউন্টগুলো আবার খুলে পুরনো ব্যাংকিং সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন গ্রাহকরা।

বন্ধ হয়ে যাওয়া ব্যাংক একাউন্ট সক্রিয় করতে কোন শর্ত মানতে হবে ?

সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, গ্রাহকরা তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যাংক একাউন্ট আবার সক্রিয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে ব্যাংকের কাছে গিয়ে বা ভিডিও কেওয়াইসি (Know Your Customer) করাতে হবে, যা আধারের সঙ্গে সংযুক্ত থাকবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

কেওয়াইসি মানে হলো আপনার পরিচয় এবং যাবতীয় তথ্য মিলিয়ে দেখে নেয়া—যাতে নিশ্চিত হওয়া যায় আপনি সত্যিই সেই ব্যক্তি যিনি একাউন্ট চালু করতে চাইছেন। একবার কেওয়াইসি সফলভাবে আপডেট হয়ে গেলে, আপনার ব্যাংক একাউন্ট আগের মতোই পুনরায় সক্রিয় হয়ে যাবে।

KYC আপডেট করালে কোন কোন সুবিধা পাবেন ? 

একবার কেওয়াইসি করিয়ে নিলে গ্রাহকেরা ওই ব্যাংক একাউন্ট দিয়ে আগের মতই ট্রানজাকশন যেমন করতে পারবেন, তেমনি নিজেদের টাকা সঞ্চয় করে রাখার জন্য বিভিন্ন ব্যাংকিং স্কিমের সহায়তাও নিতে পারবেন। অর্থাৎ এক কথায়, ব্যাংকের সমস্ত পরিষেবা ওই নিষ্ক্রিয় ব্যাংক একাউন্টে আবার চালু হয়ে যাবে শুধুমাত্র ভিডিও কেওয়াইসি বা অফলাইন কেওয়াইসি করে নিলেই।

কীভাবে KYC করাবেন ?

এখন আর ব্যাংকের শাখায় গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেওয়াইসি করানোর ঝামেলা নেই। আপনি খুব সহজেই নিজের বাড়ি থেকে মাত্র একটি রিকোয়েস্টে ভিডিও কলের মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে পারবেন। এতে সময় ও শ্রম উভয়ই বাঁচবে।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -