আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

৫৮১০ শূন্য পদে রেলে কর্মী নিয়োগ শুরু, বেতন ২৫ হাজার টাকা

RRB NTPC Exam

JKNews24 Desk: বিপুল সংখ্যক শূন্যপদে ভারতীয় রেল বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যেRRB NTPC Exam ()। কেন্দ্রীয় সরকারের অধীনে রেলের চাকরি মানেই স্থায়িত্ব, সম্মান ও ভালো ভবিষ্যৎ—আর সেই কারণেই সারা বছর ধরে লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার প্রকাশিত হল রেলওয়ের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নোটিফিকেশন। যারা রেল বিভাগে চাকরি করার স্বপ্ন দেখছেন, তারা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় জানতে পারবেন JKNEWS24 BANGLA-র এই প্রতিবেদনে।

নিয়োগকারী সংস্থা ভারতীয় রেল বিভাগ

যে সমস্ত পদে নিয়োগ করা হবে

  • চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার
  • স্টেশন মাস্টার
  • গুডস ট্রেড ম্যানেজার
  • জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
  • সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
  • ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট
  • মোট শূন্য পদের সংখ্যা- ৫৮১০টি।

RRB NTPC Exam মাসিক বেতন

কেন্দ্রীয় সরকারি বেতনক্রম অনুযায়ী রেলওয়ের বিভিন্ন পদে নিযুক্ত কর্মীদের বেতন নির্ধারিত করা হয়েছে (RRB NTPC Exam)। অর্থাৎ, যে পদে প্রার্থী নিয়োগ পাবেন, সেই পদ অনুযায়ীই কেন্দ্রীয় বেতন কমিশনের নিয়ম মেনে প্রতি মাসে বেতন প্রদান করা হবে। প্রাথমিকভাবে নিযুক্ত কর্মীদের ন্যূনতম বেতন প্রায় ২৫,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫,৪০০ টাকা পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি রেল কর্মীরা ডিএ, এইচআরএ, টিএ-সহ রেলের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অতিরিক্ত ভাতার সুবিধাও পাবেন।

RRB NTPC Exam বয়স সীমা

প্রতিটি পদের ক্ষেত্রে সাধারণ চাকরিপ্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে বয়স থাকতে হবে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়া হবে। বয়সের হিসাব হবে ০১/০১/২০২৬ তারিখ অনুসারে।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্ততপক্ষে গ্রাজুয়েট হতে হবে। এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা এখনো পর্যন্ত শেষ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে না।

নিয়োগ পদ্ধতি

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, আবেদনকারী সমস্ত চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার (CBT) মাধ্যমে নির্বাচন করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হবে। প্রথমে নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT-1)। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের জন্য অনুষ্ঠিত হবে দ্বিতীয় কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT-2)। এরপর সংশ্লিষ্ট পদের ভিত্তিতে নেওয়া হবে দক্ষতা পরীক্ষা অথবা কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট। সবশেষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও চিকিৎসাগত পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) নির্দিষ্ট রিজিয়ন অনুযায়ী আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য সংশ্লিষ্ট RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং ২০/১১/২০২৫ তারিখের মধ্যে আবেদন মূল্য জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। নির্ধারিত শেষ তারিখ পেরিয়ে গেলে কোনও অবস্থাতেই আর আবেদন গ্রহণ করা হবে না, তাই সময় থাকতেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

আবেদন মূল্য

  • সাধারণ/ওবিসি- ৫০০ টাকা
  • SC/ST/PWD/মহিলা- ২৫০ টাকা

আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদনের পূর্বে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে করে বুঝে নিয়ে নিজের দায়িত্বে আবেদন জানাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now