বিদেশের মাটিতে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের নারী দল (East Bengal FC)। আগেই মিগুয়েল কাপ জিতেছিল লাল হলুদের পুরুষরা, আর শনিবার সেই গৌরব নারী দল অক্ষুন্ন রাখল। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের এপিএফ এফসিকে ৩-০ গোলে হারিয়ে ভারতের প্রথম মহিলা দল হিসেবে আন্তর্জাতিক খেতাব জিতলো ইস্টবেঙ্গল। জয়ের নেপথ্য নায়িকা ছিলেন লাল হলুদের স্ট্রাইকার ফাজিলা, যিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তবে প্রশ্ন থাকে, চ্যাম্পিয়নশিপ জিতে পুরস্কার হিসেবে কত হাতে পেল মশাল ব্রিগেড।
সাফ জিতে পুরস্কার বাবদ কত অর্থ পেল ইস্টবেঙ্গল? (East Bengal FC)
শনিবার, ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ এপিএফ এফসির খেলোয়াড়দের একপ্রকার বোতলবন্দি করে গোল করে গিয়েছিলেন ফাজিলারা। মাত্র ২১ মিনিটে প্রথম গোল করে দুর্ধর্ষ স্ট্রাইকার ফাজিলা লাল হলুদের জন্য আত্মবিশ্বাস জোগান। ৩৫ মিনিটে ডান প্রান্ত থেকে আসা বল হেড করে গোল করে দ্বিতীয় গোল শানান সিল্কি দেবী, যা মশাল ব্রিগেডের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
প্রথম দুই গোলের পর ইস্টবেঙ্গল পুরো মাঠে চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে গোলের সুযোগ দিতে দেয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে বসেন ফাজিলা। এর পর টানটান উত্তেজনার মধ্যে খেলাটি এগিয়েও কোনো নতুন গোল হয়নি। ফলে ৩-০ ব্যবধানে জিতে নেপালের দলের জয়ের স্বপ্ন পুরোপুরি চুরমার করে দেয় মশাল কন্যারা।
অবশ্যই পড়ুন: রাতের খাবারের পরও ক্ষুধা লাগছে? এই কারণ জানলে অবাক হবেন
এবার আসা যাক আসল কথায়, প্রথমবারের মতো মহিলা দল হিসেবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের কারণে ইস্টবেঙ্গলের হাতে 10,000 মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 9 লাখ টাকা পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়েছে। যদিও লাল হলুদ ভক্তদের অনেকেই বলছেন ইস্টবেঙ্গলের দঙ্গল কন্যাদের কীর্তির সামনে এই পুরস্কার মূল্য অনেকটাই কম। আসলে গোটা ভূ-ভারতে ইস্টবেঙ্গল ছাড়া আর কোনও ক্লাব আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি।
