SBI Bank Update: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই ঋণগ্রহীতাদের সামনে বড় ধাক্কা নিয়ে এল। ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হওয়া নতুন সুদের হারে (SBI Interest Rate) হোম লোনের সুদ বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫%। এর ফলে যারা ইতিমধ্যেই হোম লোন নিয়েছেন, তাদের ইএমআই এখন আগের তুলনায় অনেকটাই বাড়বে, আর এতে মাসিক বাজেটে চাপ পড়া একেবারেই স্বাভাবিক।
SBI Bank Update
নতুন সুদের হার কত হল?
স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী—
- হোম লোনের ক্ষেত্রে 7.50% থেকে সুদ বাড়িয়ে 8.70% করা হয়েছে।
- হোম লোন ম্যাক্সগেইনের ক্ষেত্রে 7.50% থেকে সুদ বাড়িয়ে 8.95% করা হয়েছে।
- টপ আপ লোনের ক্ষেত্রে 8% থেকে 10.75% করা হয়েছে।
- টপ আপ ম্যাক্সগেইন লোনের ক্ষেত্রে 8.5% থেকে 9.45% করা হয়েছে।
- লোন এগেইনস প্রপার্টির ক্ষেত্রে 9.2% থেকে 10.75% করা হয়েছে।
- রিভার্স ব্রডগেজ লোনের ক্ষেত্রে 10.55% সুদ রাখা হয়েছে।
- YONO ইন্সটা হোম টপ-আপ লোনের ক্ষেত্রে 8.35% করা হয়েছে।
তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো, সুদের হার শুধুমাত্র গ্রাহকদের সিভিল স্কোর এবং ক্রেডিট প্রোফাইলের উপরে নির্ভর করবে। বর্তমানে স্টেট ব্যাঙ্কের সমস্ত হোম লোন, EBLR-এর সঙ্গে যুক্ত, যা এখন মোটামুটি 8.15%-এ দাঁড়িয়েছে।
কেন সুদের হার বাড়াল এসবিআই?
উল্লেখ করা দরকার, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২৫ সালের আগস্ট মাসের মুদ্রানীতি বৈঠকে রেপো রেট ৫.৫৫%-এ অপরিবর্তিত রেখেছে। এর ঠিক পরেই ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) তাদের ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞদের মতে, বাজারে বাড়তে থাকা ঋণের চাহিদা এবং বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে ঋণ প্রদানের খরচ সামলাতে এসবিআই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
প্রসঙ্গত, এই নতুন সুদের হার সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তাদের উপরেই, যারা ঋণ নিচ্ছেন সর্বোচ্চ সুদের সীমায়। স্বাভাবিকভাবেই এতে ইএমআই কিছুটা হলেও বাড়বে। তাই এখন হোম লোন হোক বা অন্য কোনো লোন, নেওয়ার আগে নিজের ক্রেডিট স্কোর ভালো রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আগেই মাসিক কিস্তির হিসেব কষে পরিকল্পনা করলে ভবিষ্যতে আর্থিক চাপ অনেকটাই সামলানো সম্ভব হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |