দক্ষিণ ২৪ পরগনা জেলায় একাধিক পদে চাকরির সুযোগ এসেছে (South 24 Parganas District Health)। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের ঘোষণা প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। যারা সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চান, তাঁদের জন্য এটি দারুণ এক সুযোগ হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩ জন কর্মী নিয়োগ (South 24 Parganas District Health)
জেলায় নিয়োগ করা হবে কমিউনিটি হেল্থ অফিসার (CHO) পদে, এবং মোট শূন্যপদ রয়েছে ১৫৩টি। নির্বাচিত প্রার্থীদের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক ও স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে হবে। পুরো নিয়োগই হবে চুক্তিভিত্তিক।
আরও পড়ুন: বাঁকুড়ায় অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ! অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে বেতন কত জানুন
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। নির্বাচিতদের প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। যারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এটি সত্যিই বড় সুযোগ।
উল্লিখিত পদে নার্সিং বা আয়ুর্বেদ-এ স্নাতক যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। যোগ্যতার সমস্ত মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।
