রহান, কলকাতা: এবার দক্ষিণ আফ্রিকায় ফের রক্তক্ষয়ী বন্দুকবাজের হামলার ঘটনা সামনে এল। South Africa Shooting-এর এই ঘটনায় অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন সাধারণ মানুষ, পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। দক্ষিণ আফ্রিকার পুলিশ সূত্রে জানা গেছে, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল টাউনশিপ এলাকায় রবিবার গভীর রাতে এই ভয়াবহ হামলা চালানো হয়। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।
বন্দুক হামলায় মৃত্যু ১০ জনের (South Africa Shooting)
পুলিশ সূত্রে জানা গেছে, বেকারসডালের একটি অবৈধ বারে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এলাকাটি একাধিক বড় সোনার খনির কাছাকাছি হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত তুলনামূলক বেশি। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, হামলাকারীরা নির্দিষ্ট কাউকে লক্ষ্য না করে রাস্তায় এলোপাথাড়ি গুলি চালায়। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি। প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার সরকারি সংবাদমাধ্যম SABC জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
সূত্র অনুযায়ী, গুলিবিদ্ধদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। গাউতেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি এবং গোটা ঘটনার তদন্ত চলছে। এই হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়, পাশাপাশি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বলাবাহুল্য, চলতি মাসে দক্ষিণ আফ্রিকায় এটি দ্বিতীয়বার গণগুলি চালানোর ঘটনা। কারণ আগে ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকবাজদের হামলায় ১২ জন নিহত হয়েছিল। আর নিহতদের মধ্যে ৩ বছরের এক শিশুও ছিল। তবে আজকের এই ঘটনায় আবারও দক্ষিণ আফ্রিকার কালো দিক নজরে উঠে আসছে। বর্তমানে পুলিশ জোরকদমে তদন্ত চালাচ্ছে।
