শীতপ্রেমীদের মুখে হাসি ফুটলেও শীতকাতুরেদের জন্য কিন্তু পরিস্থিতি মোটেও সুখকর নয়। কারণ বাংলায় আবারও শীত নিজের দাপট বাড়াতে শুরু করেছে (Weather Today)। যদি এখনই ঠান্ডায় নাজেহাল হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন—এটাই শেষ নয়, আরও তীব্র ঠান্ডা আসছে সামনে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই রাজ্যে ঢুকে পড়বে কনকনে শীত, ফলে সকাল-বিকেল ঠান্ডায় যুবুথুবু অবস্থা হতে পারে সকলের। আজ বৃহস্পতিবারও কলকাতা সহ জেলার জেলায় অনুভূত হবে শীতের তীব্রতা।
কেমন থাকবে আজকের আবহাওয়া? (Weather Today)
ডিসেম্বরের শুরুটা যেন একেবারেই শীতের মেজাজে! ঘূর্ণিঝড়ের দাপট কাটতেই বাংলাজুড়ে নেমে এসেছে ঘন কুয়াশা আর হাড়কাঁপানো ঠান্ডা। নভেম্বরজুড়ে কখনও গরম তো কখনও হালকা শীত—ঠিক স্থির ছিল না আবহাওয়া। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ডিসেম্বরেই মিলবে সেই ঘাটতি—তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে, আর শীত বাড়বে আরও কয়েক ধাপ।
আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামবে। ভোরবেলা হালকা কুয়াশার চাদর থাকলেও, বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে আজ সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বইবে শুষ্ক উত্তুরে হাওয়া।
পশ্চিমাঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে, আর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে পারদ নামবে ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি—এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শীতপ্রেমীদের জন্য এটি দারুণ খবর হলেও, শীতকাতুরেদের কিন্তু এখনই প্রস্তুতি নিয়ে নিতে হবে!
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও এক নজর ফেললে দেখা যাচ্ছে, সেখানেও শীতের দাপট বেশ জমে উঠেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ সর্বনিম্ন তাপমাত্রা নামবে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসে—যা পর্যটকদের জন্য স্বপ্নের মতো হলেও স্থানীয়দের জন্য বাড়তি শীতের বোঝা। উত্তরবঙ্গের অন্যান্য জায়গায়ও পারদ বেশ নিচেই থাকবে; সর্বনিম্ন তাপমাত্রা ঘুরবে ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। “আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আগামী দুই-একদিন কিছু জেলায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এরপর মূলত আকাশ পরিষ্কার থাকবে,” এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতরের এক কর্মকর্তা। শুক্রবার ঠান্ডা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় পারদ স্বাভাবিকের থেকে নিচেই থাকবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
