দক্ষিণবঙ্গের ৪ জেলায় জমে শীত, আজকের আবহাওয়ায় বড় আপডেট

সাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘দিটওয়া’, আর সেই কারণেই বাংলার আবহাওয়ায় দেখা দিয়েছে বড়সড় পরিবর্তন (Weather Today)। শীতের আমেজ কমে গিয়ে তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। হ্যাঁ, ঠিকই শুনেছেন—আবহাওয়াবিদদের মতে, এই ঘূর্ণিঝড় উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগোচ্ছে। তবে এর প্রভাব বাংলায় কতটা পড়বে, সেই নিয়েই এখন কৌতূহল। আজ শনিবার গোটা রাজ্যের আবহাওয়া (Weather Today) কেমন থাকতে পারে, চলুন দেখে নেওয়া যাক।

কেমন থাকবে আজকের আবহাওয়া? (Weather Today)

হাওয়া অফিস জানিয়েছে, আজ এবং আগামী কয়েকদিন কলকাতায় ভালোভাবেই শীতের আমেজ অনুভূত হবে। আশ্চর্যের বিষয়, এই মরসুমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই নেমে এসেছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তো পারদ আরও নিচে নেমে গিয়ে ছুঁয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রা আবার ২-৩ ডিগ্রি বাড়তে পারে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। আইএমডি জানিয়েছে, রাজ্যের প্রায় সব জেলার আবহাওয়া আগামী এক সপ্তাহ শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও নদিয়ায় আজও জাঁকিয়ে শীত পড়তে পারে, যেখানে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে (Weather Today)। পাহাড়ি জেলা দার্জিলিং তো প্রায় প্রতিদিনই তাপমাত্রার নতুন রেকর্ড গড়ছে—আজও সেখানে পারদ নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও কুয়াশা আর ঠান্ডার দাপট বেশ থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি, শীতের আমেজ টিকে থাকবে, বড় কোনও তাপমাত্রার বদল হওয়ার সম্ভাবনা নেই।

হাওয়া অফিস আরও জানিয়েছে, সাগরে তৈরি এই নতুন সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, ফলে শীতের দাপট কিছুটা কমবে। তবে চিন্তার কিছু নেই—এই সিস্টেম কেটে গেলেই তাপমাত্রা আবার দ্রুত কমতে শুরু করবে। ১ ডিসেম্বরের পর থেকেই আবহাওয়া বদলাবে, আর নতুন মাস পড়লেই শীতের পুরো প্রভাব অনুভূত হবে বাংলাজুড়ে। এমনকি ডিসেম্বরেই রাজ্যের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -