সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাজির ডিসেম্বর মাস, আর এর সঙ্গেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে বাংলায় জাঁকিয়ে শীত নামার ইঙ্গিত। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। যদিও ঘূর্ণিঝড় ‘দিটওয়া’ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে তাণ্ডব চালালেও বাংলায় তার তেমন কোনও প্রভাব পড়েনি—বেশিরভাগ জায়গায় শুধু আকাশ মেঘলা ছিল। তাই এখানকার মানুষ এখনও দিন গুনছেন, কবে নামবে প্রকৃত শীত। আর আজ মাসের এবং সপ্তাহের প্রথম দিন, ফলে স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন—আজকের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে? শীত বাড়বে, নাকি গরমই থাকবে? চলুন এক নজরে জেনে নেওয়া যাক।
কেমন থাকবে আজকের আবহাওয়া? (Weather Today)
আজকের আবহাওয়া?—এই প্রশ্নই এখন সবার মুখে। প্রথমেই দেখে নেওয়া যাক আজ সোমবার সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে। বর্তমানে সব জেলাতেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশ জাঁকালো ঠান্ডা পড়ছে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও নদীয়া—এই সব জায়গায় সাধারণ মানুষ শীতের দাপট ভালোই টের পাচ্ছেন। জানা গিয়েছে, আজ সোমবার তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে আবার ধীরে ধীরে নামবে তাপমাত্রা। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে; কিছু জেলায় সকালে কুয়াশা থাকবে, পরে মিলবে পরিষ্কার আকাশ। দুই-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি পাওয়া যাবে। কলকাতার ক্ষেত্রে শুক্রবার নাগাদ তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১১ ডিগ্রি পর্যন্ত। শীতের ছোঁয়া রয়েছে, আর মূল ঠান্ডা নামবে আরও এক-দু’দিনের মধ্যে। সব মিলিয়ে, আজকের আবহাওয়া? বেশ মনোরম এবং শুরু শীতের ঠিকঠাক রূপই বলছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। হাওয়া মোটের উপর শুষ্কই। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে খবর।
কয়েক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভা
আজকের আবহাওয়া? ঘূর্ণিঝড় দিটওয়ার কারণে বাংলার আবহাওয়া দ্রুত বদলাচ্ছে—শীত ঢুকবে ঢুকবে করছে, আর এরই মাঝে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে যে আগামী ৪৮ ঘণ্টায় কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূল পার হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এখন তামিলনাড়ুর কাছাকাছি অবস্থান করছে। আজকের আবহাওয়া? অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকেলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা। এছাড়া কর্ণাটকের বেশ কিছু অঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, তাই আজকের আবহাওয়া? নিয়ে সতর্ক থাকা জরুরি।
