বঙ্গোপসাগরে নতুন একটি আবহাওয়া সিস্টেম তৈরি হওয়ায় ফের একবার শীতের দাপটে ব্রেক পড়তে চলেছে (Weather Today)। ঘন কুয়াশা আর টানা তাপমাত্রা পতনে যখন শীতপ্রেমীরা আনন্দে ছিলেন, ঠিক তখনই আলিপুর আবহাওয়া দফতর জানাল নতুন করে তাপমাত্রা বাড়ার খবর। আজ শুক্রবার থেকে পরের দু’দিন বাংলার বেশিরভাগ জায়গায় পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তবে সব জেলায় একই রকম পরিস্থিতি নয়—কিছু জেলার তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে থাকবে। কলকাতাতেও থাকবে হালকা শীতের আমেজ। চলুন, দ্রুত জেনে নেওয়া যাক বিস্তারিত পরিস্থিতি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) নিয়ে বলতে গেলে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ পুরুলিয়া, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ভালই ঠান্ডা অনুভূত হবে। এই জেলাগুলিতে সকালের তাপমাত্রা থাকবে প্রায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাশাপাশি, কলকাতাতেও আজ সকালের দিকে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া দফতরের মতে, পরবর্তী কয়েকদিন ঠান্ডার তীব্রতা বজায় থাকারই সম্ভাবনা ছিল। তবে গভীর সমুদ্রে তৈরি হওয়া দুটি আবহাওয়া সিস্টেমের প্রভাবে পারদ সামান্য উপরে উঠতে পারে। বর্তমানে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৮৭০ কিলোমিটার দূরে সুমাত্রার কাছে মালাক্কা প্রণালীর ওপর একটি নিম্নচাপ রয়েছে, এবং শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকেও আরেকটি নিম্নচাপ অবস্থান করছে। উভয় সিস্টেমই শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকলেও ভারতীয় উপকূলরেখার কাছে তাদের গতিবিধি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে বলতে গেলে, শুক্রবার শীতের দাপট বেশ ভালোই অনুভূত হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই চার জেলায় ঠান্ডা থাকবে জমাট। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা নামবে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে, আর বাকি জেলাগুলিতে পারদ থাকবে ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে। যদিও বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকেই সরে যাচ্ছে। সেই কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে নভেম্বরের শেষ দিকে সেই সিস্টেমের কিছু মেঘ ঢুকে পড়লে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। ঠান্ডার অনুভূতিও বজায় থাকবে।
এদিকে ডিসেম্বরের শুরুতে হাওয়া অফিস হাওড়ার জন্য আরও বড় শীতের বার্তা দিয়েছে। হাওড়ার ‘কালিম্পং’ নামে পরিচিত উদয়নারায়ণপুরে ৫ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই সময় ভীষণ ঠান্ডা পড়ার পাশাপাশি বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
