যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্টাফ সিলেকশন কমিশনের SSC GD পরীক্ষার ফর্ম ফিলআপ করেছিলে এবং এতদিন ধরে পরীক্ষার তারিখ জানার অপেক্ষায় ছিলে, তাদের জন্য দারুণ সুখবর। অবশেষে SSC-এর তরফ থেকে ২০২৬ সালের SSC GD পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, কবে এডমিট কার্ড প্রকাশ হবে, সেই সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ ও আপডেট বিস্তারিতভাবে জানতে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়ে নাও।
এসএসসি জিডি পরীক্ষার তারিখ ঘোষণা (SSC GD Exam Date 2026)
স্টাফ সিলেকশন কমিশনের SSC GD পরীক্ষার মাধ্যমে ২০২৬ সালে BSF, CISF, CRPF, ITBP, SSB ও SSF–এ মোট ২৫,৪৮৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে এবং কমিশনের বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে। জানানো অনুযায়ী, ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে SSC GD কনস্টেবল পরীক্ষা শুরু হবে, যদিও প্রার্থীদের নির্দিষ্ট পরীক্ষার তারিখ পরে আলাদা করে জানানো হবে। এই পরীক্ষা কম্পিউটার ভিত্তিক (CBT) পদ্ধতিতে নেওয়া হবে, এরপর ধাপে ধাপে PET/PST ও মেডিকেল পরীক্ষার আয়োজন করা হবে, যার তারিখও পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
অবশ্যই পড়ুন: মাধ্যমিকের খাতা নতুন নিয়ম! ২০২৬-এ কী বদল হচ্ছে জানেন?
জিডি কনস্টেবল পরীক্ষা স্লট বুকিং (SSC GD Self Slot Booking)
পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে স্টাফ সিলেকশন কমিশন খুব শীঘ্রই SSC GD পরীক্ষার স্লট বুকিং প্রক্রিয়া চালু করতে চলেছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রার্থীরা নিজেদের সুবিধামতো পরীক্ষার তারিখ ও স্লট বেছে নিতে পারবেন। কমিশনের তরফ থেকে স্লট বুকিং সংক্রান্ত বিস্তারিত নোটিশ এবং সংশ্লিষ্ট লিঙ্ক শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে, তাই পরীক্ষার্থীদের নিয়মিত আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
SSC GD Admit Card 2026: এডমিট কার্ড কবে প্রকাশিত হবে?
JKNews24 Desk: ২০২৬ সালের SSC GD পরীক্ষার এডমিট কার্ড আগামী ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে, অর্থাৎ পরীক্ষার ঠিক চার দিন আগেই প্রার্থীরা এডমিট কার্ড হাতে পেয়ে যাবেন। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই সরাসরি এটি ডাউনলোড করা যাবে। এডমিট কার্ডে পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় এবং কোন স্লটে পরীক্ষা দিতে হবে—সব গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে, তাই সময়মতো ডাউনলোড করে ভালো করে দেখে নেওয়া খুবই জরুরি।
| বিবরণ | লিংক |
|---|---|
| অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড: | ↓ Download PDF |
| পরীক্ষার স্লট বুক ⇉ | Active Soon.. |
| স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট | https://ssc.gov.in/ |








