আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার শেষ সুযোগ! জানুন কোন পরীক্ষার জন্য এসএসসি দিচ্ছে সুবিধা

Updated On:
SSC Slot Selection 2025

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) চলতি মাসেই পরীক্ষার্থীদের জন্য বড় সুবিধা চালু করেছিল—নিজেদের সুবিধামতো পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার সুযোগ (SSC Slot Selection 2025)। জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই), সাব-ইনস্পেক্টর (এসআই–দিল্লি পুলিশ) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) নিয়োগ পরীক্ষার জন্য এই নিয়ম কার্যকর ছিল। তবে অনেকেই সময়মতো আবেদন করতে না পারায় এবার পরীক্ষার্থীদের আরও সুযোগ দিতে ‘সেলফ স্লট সিলেকশন’-এর আবেদনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসএসসি।

SSC Slot Selection 2025

২০২৫ সাল থেকেই এসএসসি তাদের বিভিন্ন পরীক্ষায় নতুন সুবিধা চালু করেছে—‘সেলফ স্লট সিলেকশন’। প্রথমে এসএসসি সিএইচএসএল পরীক্ষায় এই সুবিধা দেওয়া হলেও পরে তা ধীরে ধীরে অন্য পরীক্ষাগুলিতেও কার্যকর করা হয়। এই ব্যবস্থার ফলে পরীক্ষার্থীরা নিজেরাই ঠিক করতে পারেন কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবেন, কোন দিন বা কোন শিফটে বসবেন—সবই তাদের সুবিধামতো। এসএসসি জানিয়েছে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ এবং পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক করতেই এই নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসএসসি আগেই জানিয়েছিল যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার স্লট নির্বাচন করার সুযোগ থাকবে ১০ থেকে ১৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত, আর এসআই ও সিএপিএফ পরীক্ষার জন্য স্লট বেছে নেওয়া যাবে ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত। তবে নতুন বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, যারা আগে এই সুযোগ কাজে লাগাতে পারেননি, তারা এখন ২৮ নভেম্বর পর্যন্ত ‘সেলফ স্লট সিলেকশন’ করতে পারবেন। রাত ১১টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে, তাই শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া না করাই ভালো।

পরীক্ষার্থীদের এ জন্য কমিশনের ওয়েবসাইট ssc.gov.in -এ গিয়ে আবেদন জানাতে হবে। কমিশনের তরফে ‘বেস্ট এফর্ট’-এর ভিত্তিতে পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে পরীক্ষার্থীদের। যদি পরীক্ষার্থীদের জন্য ওই কেন্দ্রে কোনও শূন্য আসন না থাকে, তা হলে পছন্দের পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি কোনও কেন্দ্রে তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। তবে এই পর্বে পরীক্ষাকেন্দ্র বেছে না নিলে তাঁদের জন্য অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হবে না।

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now