Sushant Singh Rajput Case: ২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল দেশ। বান্দ্রার ফ্ল্যাটে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর নিথর দেহ। সেই মুহূর্ত থেকেই প্রশ্ন উঠতে শুরু করে— এটি আত্মহত্যা, নাকি খুন?
গত পাঁচ বছরে এই মামলা নিয়ে হয়েছে অসংখ্য আলোচনা, বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন। তদন্তের জালে জড়িয়েছিলেন সুশান্তের বান্ধবী রেহা চক্রবর্তী সহ আরও অনেকেই। অবশেষে শনিবার, সিবিআই মুম্বই আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে জানিয়ে দিল— সুশান্ত আত্মহত্যাই করেছিলেন। ফলে, অভিনেতার পরিবারের পাশাপাশি রেহা চক্রবর্তীও পেলেন ক্লিনচিট। এই ঘোষণার পর সিবিআই-কে ধন্যবাদ জানিয়েছেন রেহার আইনজীবী সতীশ মানশিন্ডে।
ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় যে মিথ্যা বিবরণ ছড়ানো হয়েছিল, তা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। করোনা পরিস্থিতিতে মানুষ টিভি ও সোশ্যাল মিডিয়ার প্রতি আশক্ত হয়ে পড়েছিল। পৃথিবীর যেকোনো প্রান্তের ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয়, সঠিক তদন্তের আগেই নিরীহ ও নির্দোষ মানুষদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আশা করি, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।”
তিনি আরও বলেন, “রেহাকে যে পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। বিচারপতি সারং ভি কোতোয়াল তাকে জামিন না দেওয়া পর্যন্ত বিনা অপরাধে ২৭ দিন কারাগারে কাটাতে হয়েছে। শুধু রেহা নয়, তার পরিবারকেও মুখ বুজে অমানবিক আচরণ সহ্য করতে হয়েছে। আমি ওঁদের স্যালুট জানাই। সত্যিই, ওঁর কাছে সকলের ক্ষমা চাওয়া উচিত!”









