SVMCM Update: স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য সুখবর এবং গুরুত্বপূর্ণ আপডেট! ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, এবং শিগগিরই ভেরিফিকেশন প্রক্রিয়াও সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে। তবে চিন্তার কিছু নেই, কারণ খুব শীঘ্রই নতুন করে আবেদন গ্রহণ শুরু হবে বলে সূত্রের খবর। তাই যাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাননি, তাঁদের জন্য নতুন সুযোগ আসছে সামনে। আজকের প্রতিবেদনে জানুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এক নজরে।
Table of Contents
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫ ভেরিফিকেশনের লাস্ট ডেট? (SVMCM Update)
কয়েকদিন আগেই বিকাশ ভবনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছিল, যেখানে জানানো হয় যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) নতুন ও রিনিউয়াল আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ১৮ সেপ্টেম্বর। কিন্তু এর পরেই হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট (Higher Education Department) তথা বিকাশ ভবনের পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সেখানে জানানো হয়েছে, যেসব ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁদের ইনস্টিটিউট ভেরিফিকেশনের (Institute Verification) শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর ২০২৫। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে ইনস্টিটিউট ভেরিফিকেশন সম্পন্ন না হলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিগত বছরের যে সকল ছাত্র-ছাত্রীদের আবেদন প্রক্রিয়া এখনও শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফাই করেনি তাদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ই নভেম্বর এর মধ্য ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে। প্রসঙ্গত এগুলি সবই আগের বছরের আবেদন সংক্রান্ত!
সব খবর
SVMCM New Apply Start Date 2025-26
২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) নতুন ও রিনিউয়াল আবেদন কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনো পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে শিক্ষা দপ্তরের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে যাচাই (Verification & Approval) প্রক্রিয়া আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এবং তার পরেও উচ্চতর বিভাগের ভেরিফিকেশনের কাজ আরও কয়েকদিন চলবে।
এদিকে, গত বছরের ছাত্রছাত্রীদের স্কলারশিপের অর্থ প্রদান প্রক্রিয়াও চলতে থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন আবেদন গ্রহণের কাজ প্রথমে স্কুল স্তরে শুরু হবে, তারপর ধীরে ধীরে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের আবেদন শুরু হবে। পাশাপাশি, রিনিউয়াল আবেদনও একই সময় থেকে চালু হবে। অনুমান করা হচ্ছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন আবেদন প্রক্রিয়া নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে পারে।
| বিবরণ | লিংক বা তথ্য |
|---|---|
| SVMCM Scholarship: বিকাশ ভবনের অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিশ চেক » | svmcm.wb.gov.in |
| আবেদন ও ডকুমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য | SVMCM → |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অন্যতম ভরসার জায়গা। নতুনরা (Fresh Applicants) খুব তাড়াতাড়ি আবেদন করতে পারবে। তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের Edutips -এর সাথে যুক্ত থাকুন।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


