আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

স্বাস্থ্য সাথী কার্ড ফর্ম ফিলআপ 2025: আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য

Published on: January 21, 2025
স্বাস্থ্য সাথী কার্ড ফর্ম ফিলআপ 2025

স্বাস্থ্য সাথী কার্ড ফর্ম ফিলআপ 2025: স্বাস্থ্য সাথী কার্ড থাকলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পেতে পারেন! পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প একটি বড় উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে রাজ্যের বহু মানুষ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাচ্ছেন।

— Advertisement —

আপনার পরিবারের যদি কোনো সদস্য এখনো স্বাস্থ্য সাথী কার্ড না পেয়ে থাকে, তাহলে আপনাকে Form B ফিলআপ করতে হবে। আর যদি আপনার পরিবারে স্বাস্থ্য সাথী কার্ড থাকে, কিন্তু আপনার নাম কার্ডে যুক্ত নেই বা কিছু সদস্য বাদ পড়ে যায়, তাহলে আপনাকে Form A ফিলআপ করতে হবে। যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ডে নামের কোনো ভুল থাকে, তাহলে Form C ফিলআপ করে জমা করতে হবে। এছাড়া, যদি আপনি স্বাস্থ্য সাথী কার্ড থেকে কোনো নাম বাতিল করতে চান, তাহলে Form D ফিলআপ করে জমা করতে হবে।

— Advertisement —

আজকের প্রতিবেদনে জানুন, স্বাস্থ্য সাথী কার্ড কিভাবে আবেদন করবেন। যদি আপনার পরিবারের কিছু সদস্যের নাম বাদ পড়ে যায়, তাহলে কিভাবে তাদের নাম যুক্ত করবেন এবং যদি কারো নাম ভুল হয়ে থাকে, তাহলে কিভাবে সংশোধন করবেন, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

— Advertisement —

সাথী কার্ড তৈরি করতে গেলে যে সমস্ত নথি লাগবে

প্রথমত, আধার কার্ড প্রয়োজন হবে।
দ্বিতীয়ত, রেশন কার্ড থাকতে হবে।
তৃতীয়ত, যদি আধার কার্ড বা রেশন কার্ড না থাকে, তবে বাচ্চাদের জন্ম সার্টিফিকেট ব্যবহার করা যাবে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৫

মাধ্যমিক পরীক্ষা ২০২৫: কঠোর নিয়ম জারি!

— Advertisement —

Swasthya Sathi Form B Fill Up

১) প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথী B ফর্মটি সংগ্রহ করতে হবে।

২) এরপর সঠিকভাবে ফর্মটি পূরণ করুন।

— Advertisement —

৩) ফর্মে নাম,ঠিকানা, বয়স, লিঙ্গ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার ও রেশন কার্ড নাম্বার উল্লেখ করতে হবে।

৪) এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্টস সহকারে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now

Leave a Comment