TATA Pankh Scholarship: ছাত্রছাত্রীদের জন্য ১২,০০০ টাকা স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া জেনে নিন

সমস্ত স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য এলো দারুণ সুখবর! ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য টাটা স্কলারশিপ (TATA Pankh Scholarship)-এর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত সংস্থা টাটা গ্রুপ প্রতিবছর এই স্কলারশিপের মাধ্যমে অসংখ্য মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীকে পড়াশোনার সুযোগ করে দেয়। কোন ক্লাসের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে? কী কী কাগজপত্র লাগবে? আবেদন করার নিয়ম কী?—সবকিছু সহজভাবে জানার জন্য নিচে দেওয়া থাকবে আবেদনের সরাসরি লিংক, যাতে ছাত্রছাত্রীরা ঝামেলা ছাড়াই আবেদন করতে পারে।

টাটা স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship 2025-26)

টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ প্রোগ্রাম–এর মূল উদ্দেশ্য হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ আন্ডারগ্রাজুয়েট কোর্সে পড়া কলেজ স্টুডেন্টদের আর্থিকভাবে সাপোর্ট করা, যাতে তারা কোনও বাধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং নিজের স্বপ্নপূরণের পথে এগোতে পারে। এই স্কিমের আওতায় যোগ্য ছাত্রছাত্রীরা ১০,000 থেকে ১২,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে, যা তাদের পড়াশোনার খরচ অনেকটাই হালকা করে দেবে।

বিষয়তথ্য
বৃত্তির নামটাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ
বৃত্তির ধরনপ্রাইভেট স্কলারশিপ (CSR)
সংস্থাটাটা ক্যাপিটাল লিমিটেড (টাটা গ্রুপ)
যোগ্য কোর্সক্লাস 11-12, UG কলেজ পড়ুয়া, ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা
মার্কস প্রয়োজনআগের পরীক্ষায় ৬০% বা সমতুল্য গ্রেড
আবেদন মোডঅনলাইন পোর্টাল

টাটা স্কলারশিপ আবেদন যোগ্যতা 

প্রথমত, আবেদনকারী ছাত্রছাত্রী এবং তার পরিবারকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি হওয়া চলবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে কোনও সরকারি বা বেসরকারি স্কুল, কলেজ বা সরকার-স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই সকল শর্ত পূরণ করলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

টাটা স্কলারশিপ পরিমাণ এবং সুবিধা

টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচের জন্য টিউশন ফি বা কলেজ ফি-এর ৮০% পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। এর পাশাপাশি শুধুমাত্র আর্থিক সহায়তাই নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা ও ক্যারিয়ার মেন্টরশিপের বিশেষ সুবিধাও দেওয়া হবে। ফলে যোগ্য শিক্ষার্থীরা শুধু পড়াশোনাই চালিয়ে যেতে পারবে না, বরং ভবিষ্যৎ ক্যারিয়ারের দিক নির্দেশনাও পাবে টাটা গ্রুপের পক্ষ থেকে।

ক্লাস বা কোর্সস্কলারশিপের পরিমাণ
মাধ্যমিক পাশ একাদশ এবং দ্বাদশ শ্রেণী১০০০০ টাকা
সাধারণ কলেজ পড়ুয়া ও ডিপ্লোমা ছাত্র ছাত্রীরা১২০০০ টাকা
প্রফেশনাল গ্রাজুয়েশন এবং পোস্ট গ্যাজুয়েশনএক লক্ষ টাকা পর্যন্ত 

আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে (Documents)

  1. আগের পরীক্ষার মার্কশীট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড।
  2. টিউশন ফি পেমেন্ট রশিদ বা কোন একাডেমিক সার্টিফিকেট, স্কুল বা কলেজের আইডি কার্ড।
  3. কোন সরকারি ফটো আইডি প্রুফ যেমন, আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড
  4. বাৎসরিক আয়ের সংস্থাপত্র (ইনকাম সার্টিফিকেট)।
  5. ছাত্র-ছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক পাসবুক
  6. রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
  7. জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।

কিভাবে টাটা স্কলারশিপ আবেদন করবেন 

নিচে আপনার দেওয়া তথ্যটি আরও সহজ, মানবিক এবং ধারাবাহিক এক প্যারাগ্রাফে সাজিয়ে দিলাম—


টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে Buddy4Study পোর্টালের মাধ্যমে হবে। প্রথমে আপনাকে প্ল্যাটফর্মে একটি প্রোফাইল তৈরি করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন শেষে, নিজের কোর্স অনুযায়ী স্কলারশিপ ক্যাটাগরি নির্বাচন করতে হবে, যেমন ক্লাস ১১-১২ বা জেনারেল আন্ডারগ্রাজুয়েট কোর্স। এরপর “Apply Now” বাটনে ক্লিক করে আবেদনের জন্য সব একাডেমিক ডিটেলস, নাম, ঠিকানা, স্কুল বা কলেজের নাম এবং রোল নাম্বার পূরণ করতে হবে। ফর্ম পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো PDF ফরম্যাটে আপলোড করতে হবে। সব কিছু ঠিকভাবে আপলোড এবং পূরণের পর, অ্যাপ্লিকেশন ফর্ম একবার ভালো করে যাচাই করুন। কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে সংশোধন করুন, এবং সব ঠিক থাকলে শর্তাবলীর সঙ্গে একমত হয়ে ফাইনাল সাবমিশন করুন।

আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তারিখ

টাটা স্কলারশিপের আবেদন বর্তমানে শুরু হয়েছে এবং ২৬ শে ডিসেম্বর পর্যন্ত এর অনলাইন আবেদন চলবে জানানো হয়েছে।

বিষয়তথ্য বা লিংক
ফর্ম ফিলাপ শেষ তারিখ (Last Date)26 ডিসেম্বর 2025
অনলাইন আবেদন ওয়েবসাইট (buddy4study)Apply Now →
হেল্পলাইন সাপোর্ট011-430-92248 (সোম-শুক্র অফিস টাইম)
pankh@buddy4study.com

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -