আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

বাড়বে ইন্টারনেটের গতি! ভারতে Wi-Fi 7 ব্যবহারের অনুমোদন দিল কেন্দ্র সরকার

ভারতে Wi-Fi 7

JKNews24 Disk: ভারতে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারে এবার বড়সড় বদলের পথে হাঁটল কেন্দ্র সরকার। টেলিকম দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, 6 GHz ব্যান্ডের একটি অংশ ডি-লাইসেন্স করা হয়েছে, যার ফলে দেশে Wi-Fi 6E ও Wi-Fi 7 প্রযুক্তি ব্যবহারের আইনি অনুমোদন মিলল। এর সরাসরি প্রভাব পড়বে ঘরোয়া ও অফিসিয়াল ইন্টারনেট পরিষেবায়—ডাউনলোড-আপলোড স্পিড হবে আরও দ্রুত, নেটওয়ার্ক হবে বেশি স্থিতিশীল। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, 6 GHz ব্যান্ডের 5925 MHz থেকে 6425 MHz পর্যন্ত মোট 500 MHz স্পেকট্রাম এখন লাইসেন্স ছাড়াই ব্যবহার করা যাবে, যা ভারতের ডিজিটাল পরিকাঠামোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

কী বলা হল টেলিকম দফতরের বিজ্ঞপ্তিতে?

DoT স্পষ্ট করে জানিয়েছে, এই স্পেকট্রাম ব্যবহার করে লো-পাওয়ার ইনডোর এবং খুব কম শক্তির আউটডোর Wi-Fi সিস্টেম চালাতে কোনও ধরনের লাইসেন্সের প্রয়োজন হবে না। Wi-Fi রাউটার, অ্যাক্সেস পয়েন্ট বা অন্যান্য ওয়্যারলেস ডিভাইস স্থাপন, ব্যবহার কিংবা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও আলাদা কোনও অনুমতি লাগবে না। পাশাপাশি এই পরিষেবাগুলি নন-ইন্টারফেয়ারেন্স ও শেয়ার-বেসিসে চলবে, অর্থাৎ একে অপরকে প্রভাবিত না করেই একসঙ্গে ব্যবহার করা যাবে। এর ফলে দেশের লক্ষ লক্ষ বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্টার্টআপে দ্রুতগতির ও স্থিতিশীল Wi-Fi পরিষেবা পৌঁছবে।

তবে সরকার জানিয়েছে, 6425–6725 MHz এবং 6725–7125 MHz অংশটি মোবাইল পরিষেবা ও ভবিষ্যতের উন্নত টেলিকম প্রযুক্তির জন্য সংরক্ষিত থাকবে, যা আগামী দিনে 5G-Advanced ও 6G পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে টেলিকম শিল্পে মতভেদ রয়েছে—একদিকে Apple, Amazon, Cisco, Meta, HP, Intel-এর মতো সংস্থাগুলি পুরো 1200 MHz 6 GHz স্পেকট্রাম Wi-Fi-এর জন্য ডি-লাইসেন্স করার দাবি তুলেছিল, অন্যদিকে Reliance Jio চেয়েছিল ভবিষ্যতে এই সম্পূর্ণ স্পেকট্রাম নিলামের আওতায় আনা হোক।

স্পেকট্রামের অপব্যবহার ঠেকাতে DoT কঠোর প্রযুক্তিগত সীমাও বেঁধে দিয়েছে। নির্দেশিকা অনুযায়ী, চ্যানেলের বাইরের নির্গত সিগন্যাল ২০ থেকে ৪০ ডেসিবেল পর্যন্ত কম রাখতে হবে, যার ফলে এই ব্যান্ডে মোবাইল টাওয়ার বা উচ্চক্ষমতার অ্যান্টেনা বসানো যাবে না। অর্থাৎ, 6 GHz ব্যান্ডটি শুধুমাত্র Wi-Fi রাউটার ও সংশ্লিষ্ট ডিভাইস ব্যবহারের জন্যই উন্মুক্ত থাকবে। এই প্রসঙ্গে GX Group-এর সিইও পরিতোষ প্রজাপতি জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতে Wi-Fi 7 চালুর পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তাঁর কথায়, লাইসেন্স ছাড়াই অত্যাধুনিক Wi-Fi পরিষেবা দেওয়া সম্ভব হবে, তাও আবার কড়া নিরাপত্তা ও প্রযুক্তিগত নিয়ম মেনেই।

Join WhatsApp

Join Now