আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

TikTok India Return: ব্যান তুলে নেবে ভারত সরকার? কী বলছে অফিশিয়াল সূত্র

TikTok India Return ব্যান তুলে নেবে ভারত সরকার কী বলছে অফিশিয়াল সূত্র

TikTok India Return: পাঁচ বছর আগে ভারতে ব্যান হওয়া জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ TikTok নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, বেশ কয়েকজন ভারতীয় ব্যবহারকারী দাবি করেছেন যে টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট এখন নাকি ভারত থেকেও খোলা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপটি নেই, আর ওয়েবসাইটের অনেক ফিচারও ঠিকমতো কাজ করছে না। সবচেয়ে বড় কথা, টিকটকের মালিকানা সংস্থা ByteDance ভারতে ফেরার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল মন্তব্য করেনি। ফলে অনেকেই ভাবছেন—আসলে কি সত্যিই TikTok-এর কামব্যাক হতে চলেছে, নাকি এটা শুধু টেকনিক্যাল কোনো পরীক্ষা?

TikTok কামব্যাক নিয়ে কি বলছে ভারত সরকার

এদিকে ভারত সরকারও TikTok এর ফিরে আসা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে একজন মুখপাত্র বলেছেন যে, ভারতে টিকটক এখনও ব্লক রয়েছে। “ভারত সরকার টিকটক আনব্লক করার কোনো নির্দেশ জারি করেনি। এ ধরনের যেকোনো দাবি বা সংবাদ মিথ্যা ও বিভ্রান্তিকর।” বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

কেন ভারতে TikTok বন্ধ হয়েছিল?

২০২০ সালের জুন মাসে কেন্দ্র সরকার জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের স্বার্থে একযোগে টিকটকসহ মোট ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ ব্যান করে দেয়। কারণ হিসেবে বলা হয়েছিল, এই অ্যাপগুলি নাকি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনা সরকারের হাতে পৌঁছে দিচ্ছিল। আসলে চীনের আইনে কোম্পানিগুলোকে সরকারের চাহিদা অনুযায়ী ডেটা দিতে বাধ্য থাকতে হয়, আর সেই কারণেই এই আশঙ্কা একেবারেই অমূলক ছিল না।

সীমান্ত সংঘাতের প্রভাব

অনেকে মনে করেন টিকটক ব্যানের পেছনে ভারত-চীন রাজনৈতিক উত্তেজনারও বড় ভূমিকা ছিল। বিশেষ করে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনার পরপরই কেন্দ্র সরকার চীনা অ্যাপগুলির উপর নিষেধাজ্ঞা জারি করে। সংবাদমাধ্যমও তখন এই পদক্ষেপকে “ডিজিটাল স্ট্রাইক” নামে অভিহিত করেছিল।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now