Today Tollywood News Bangla: টলিউড হার্টথ্রব জিত, রুপ ও ক্যারিশ্মায় তিনি যে কোনো তাবড় তাবড় বলিউড নায়ককেও অনায়াসে পিছনে ফেলতে পারেন। টলিউডের এই “বস”, রোম্যান্স হোক বা একশন, সবেতেই বাজিমাত করেন। একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন তিনি এবং বঙ্গললনাদের ফরেভার ক্রাশ হয়ে আছেন। তাঁর চোখ ধাঁধানো স্টারডমে এক লহমায় তার অগুণতি ফ্যান ও দর্শকদের ভালোবাসা প্রকাশ পায়। তবে জানেন কি? একসময় অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আজকের সুপারস্টার জিতকে। তিনি টেলিভিশনেও অভিনয় করেছিলেন, কিন্তু আজ সব বাধা পেরিয়ে “জিত” হয়ে উঠেছেন।
সব খবর
সিনেমা জগতে জিতের প্রথম প্রবেশ ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর “সাথী” ছবির মাধ্যমে। এই ছবিতে তাঁর বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। প্রথম ছবিতেই দর্শক ও টলিউড বুঝতে পেরেছিল যে, ভবিষ্যতে এক নতুন সুপারস্টার আসছে বাংলা চলচ্চিত্র জগতে। আর সময় যত এগিয়েছে, ততই সেই অনুমান সত্যি হতে শুরু করেছে। তবে, তাঁর এই সফলতার পথটা এত সহজ ছিল না। অনেকেই অবাক হবেন জানলে, কেরিয়ারের শুরুতে টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন জিত!
জিত কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, তখন তিনি ‘জিত’ হয়ে ওঠেননি ছিলেন শুধু জিতেন্দ্র মদনানি। ১৯৯৪ সালে ‘বিষবৃক্ষ’ নামে একটি সিরিয়ালে অভিনয় শুরু করেন তিনি। যেখানে পরিচালকের দায়িত্বে ছিলেন বিষ্ণু পাল চৌধুরী। সেই সময় ধারাবাহিকটি ছিল যথেষ্ট জনপ্রিয় এবং প্রথম কাজেই তাঁর অভিনয় দক্ষতা নজর কেড়ে নেয় পরিচালক ও দর্শকদের। এই সময় বেশ কিছু বিজ্ঞাপনও করেছেন জিত। যার মধ্যে একটি ছিল গেঞ্জির বিজ্ঞাপন। কিন্তু এতদিন পর এই প্রসঙ্গ কেন এসেছে? কারণ সম্প্রতি নায়ক জিতের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে ‘বিষবৃক্ষ’ ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। প্রথমে এই ধারাবাহিকটি হিন্দিতে প্রচারিত হলেও পরে এটি বাংলাতেও সম্প্রচারিত হয়। সবশেষে জিতের চোখ ধাঁধানো স্টারডম এবং অগণিত অনুরাগীর তাঁর প্রতি ভালোবাসা বলে দেয়, সব বাধা অতিক্রম করে তিনি হয়ে উঠেছেন ‘জিত’।
সব খবর
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |