পিংকী, কলকাতা: আপনার ভোটার কার্ডে যদি নাম, বাবা বা স্বামীর নাম, মায়ের নাম, ঠিকানা, জন্মতারিখ কিংবা বয়স সংক্রান্ত কোনও ভুল থেকে থাকে, তাহলে এখন আর দপ্তরে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই। ঘরে বসেই শুধু একটি মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে খুব সহজে ভোটার কার্ডের সব ধরনের সংশোধন করা যাবে, তাও সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ায়।
এছাড়াও ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন করা যাবে, পাশাপাশি কার্ডে থাকা পুরনো বা অস্পষ্ট ছবি বদলে বর্তমানের একটি নতুন রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপডেট করার সুবিধাও রয়েছে। সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে নতুন ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি বাড়িতে পৌঁছে যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরে বসে অনলাইনে ভোটার কার্ড সংশোধন (Voter Card Correction Online West Bengal) করবেন—আজকের প্রতিবেদনে আমরা ধাপে ধাপে সেই পদ্ধতি সহজ ভাষায় তুলে ধরেছি।
ভোটার কার্ড সংশোধন অনলাইন পদ্ধতি – Voter Card Correction Online West Bengal
১) সবার আগে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল সাইটে প্রবেশ করতে পারেন।
২) হোমপেজে থাকা Sign Up অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর ও নাম দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে Log In–এ ক্লিক করে রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা OTP ভেরিফাই করে লগইন করুন।
৩) লগইন করার পর হোমপেজে থাকা Correction of Entries – Fill Form 8 অপশনে ক্লিক করুন। এবার যে ব্যক্তির ভোটার কার্ড সংশোধন করতে চান, তাঁর ভোটার কার্ড নম্বর লিখে Submit করুন।
৪) এরপর সংশ্লিষ্ট ভোটারের তথ্য স্ক্রিনে দেখা যাবে। সেগুলি যাচাই করে নিচে থাকা OK বাটনে ক্লিক করুন এবং পরের পেজে Correction of Entries in Existing Electoral Roll অপশনে ক্লিক করুন।
৫) এখন ভোটারের সমস্ত তথ্য দেখতে পাবেন। Next–এ ক্লিক করে নিচে নেমে যান এবং যে যে তথ্য সংশোধন করতে চান, সেই বক্সে টিক চিহ্ন দিয়ে সঠিক তথ্য লিখুন। প্রয়োজনীয় নথি তালিকা থেকে নির্বাচন করে আপলোড করুন।
৬) সব ঠিক থাকলে Preview & Submit–এ ক্লিক করুন এবং পরের পেজে গিয়ে eSign & Submit অপশনে ক্লিক করুন।
৭) এবার আধার অথেনটিকেশন পেজ আসবে। সেখানে ভোটারের আধার নম্বর দিয়ে OTP ভেরিফাই করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন সফল হলে একটি রেফারেন্স নম্বর ও Acknowledgement রসিদ পাবেন, যার মাধ্যমে পরে আবেদনের স্ট্যাটাস (Approved না Pending) চেক করা যাবে। আবেদন করার পর প্রয়োজনে নিজের বুথের BLO–র সঙ্গে যোগাযোগ রাখুন।
ভোটার কার্ড সংশোধন স্ট্যাটাস চেক পদ্ধতি
১) সবার আগে আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে পারেন।
২) এরপর হোমপেজে থাকা Track Application Status অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে আবেদন করার সময় পাওয়া রেফারেন্স নম্বর লিখে সার্চ করলেই জানতে পারবেন আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে নাকি এখনও পেন্ডিং রয়েছে।
