ভোটার SIR ফর্ম জমা করেছেন? ভোটার নামলিস্টে আছে কিনা চটপট চেক করুন

আপনি যদি ভোটার এসআইআর ফর্ম—অর্থাৎ গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম—পূরণ করে জমা দিয়ে থাকেন, তাহলে এখনই চেক করে দেখুন আপনার ফর্ম বুথ লেভেল অফিসার (BLO) অনলাইন BLO App-এ আপলোড করা হয়েছে কিনা (Voter SIR Form Status Check )। আপনার বা পরিবারের সদস্যদের ফর্ম যদি BLO অনলাইনে সাবমিট বা আপলোড না করা হয়, তাহলে খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না। তাই সময়মতো যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।

ভোটার নামলিস্টে আছে কিনা চেক করুন (Voter SIR Form Status Check)

নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোটার গণনা বা এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার কাজ চলছে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই, এবং এই সময়সীমা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যারা খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চান, তাদের প্রত্যেককে এই সময়ের মধ্যে ফর্ম BLO (বুথ লেভেল অফিসার)-এর মাধ্যমে অনলাইন বা অফলাইনে জমা দিতে হবে।

আপনি যদি অনলাইন কিংবা অফলাইনে গণনা ফর্ম কিংবা এনুমেরেশন ফর্ম জমা করে থাকেন, তাহলে কয়েকটি ধাপ ফলো করে দেখে নিন আপনার ফর্ম সাবমিট হয়েছে কিনা। অফলাইন হোক বা অনলাইন বুথ লেভেল অফিসার (BLO) আপনার এসআইআর (Voter SIR 2026) ফর্ম অনলাইনে আপলোড করলো কিনা, তা এখন মোবাইল ফোন কিংবা কম্পিউটার বা লেপটপের মাধ্যমে জানতে পারবেন।

আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকের খোঁজ! কোন বিভাগে, কী শর্তে আবেদন করবেন?

ভোটার এসআইআর ফর্ম অনলাইন আপলোড বা সবমিট হয়েছে কিনা, তা জানার জন্য আপনার দরকার পরবে শুধুমাত্র ভোটার কার্ড (Voter Card) নাম্বার। যে ভোটারের এসআইআর ফর্ম পূরণের স্থিতি যাচাই করতে৷ চাচ্ছেন, তার ভোটার কার্ড নাম্বারের দরকার পরবে। আবেদন পর্ব শেষ হওয়ার পর, কমিশনের তরফ থেকে ১৬ই ডিসেম্বর ২০২৬ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম থাকবে না কিংবা কোনো সমস্যা রয়েছে তাদের ১৬ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। এরপর কমিশন ফাইনাল ভোটার লিস্ট (West Bengal Final Voter List 2026) ১৪ই ফেব্রুয়ারী প্রকাশ করা হবে।

Voter SIR Status Check Online 2026

  • প্রথমে ভোটার সার্ভিস পোর্টালে যান, অথবা নিচের লিংকে ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারেন।
  • Sign Up-এ ক্লিক করে মোবাইল নাম্বার, নাম ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশনের পর Log In-এ ক্লিক করে রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
  • লগইন করার পর Special Intensive Revision (SIR) – 2026 এর মধ্যে Fill Enumeration Form-এ ক্লিক করুন।
  • এরপর আপনার রাজ্যের নাম সিলেক্ট করুন এবং যে ব্যক্তির ভোটার SIR ফর্ম স্ট্যাটাস চেক করতে চান, তার ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করুন।
  • যারা BLO-এর মাধ্যমে ফর্ম পূরণ ও জমা দিয়েছেন, তাদের দেখাবে “Your form has already been submitted”। যারা অনলাইনে সাবমিট করেছেন, তাদের মোবাইল নাম্বার আসবে, সেখানে Send OTP-তে ক্লিক করে OTP বসিয়ে Verify করুন। এরপর দেখাবে “Your form has already been submitted. If you wish to update the details, please contact your BLO.”
  • ফর্মে কোনো তথ্য আপডেট বা পরিবর্তনের প্রয়োজন হলে আপনার BLO-এর সাথে যোগাযোগ করে তা সংশোধন করতে পারবেন।
Voter SIR Form Status Check Link:- Click Now

প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -